'স্বাস্থ্যবিধি মেনেই পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত' UGC-র নির্দেশিকা সমর্থনে টুইট রাজ্যপালের

তিনি লেখেন, কোভিড-১৯ মহামারীতে পরীক্ষা ব্যবস্থা নিয়ে নির্দেশিকা জারি করেছে UGC. তারা জানিয়েছে ছাত্র-ছাত্রী, ফ্যাকাল্টি, স্টাফসহ সকলের স্বাস্থ্য ক্ষেত্রে সর্বোচ্চ নজর রেখেই পরীক্ষার ব্যবস্থা করা হবে। 

Reported By: শ্রেয়সী গঙ্গোপাধ্যায় | Edited By: Priyanka Dutta | Updated By: Jul 8, 2020, 01:06 AM IST
'স্বাস্থ্যবিধি মেনেই পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত' UGC-র নির্দেশিকা সমর্থনে টুইট রাজ্যপালের
ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন: UGC-র নয়া গাইডলাইন নিয়ে আলোচনা হবে একথা জানিয়েছে রাজ্য। যদিও এ বিষয়ে  বিশ্ববিদ্যালয়ের ওপরেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব বর্তেছে। সবমিলিয়ে পরীক্ষা নিয়ে আপাতত স্পষ্ট কোনও রূপরেখা মেলেনি। তবে এসবে মধ্যেই UGC-র সিদ্ধান্ত মেনে চলারই ইঙ্গিত দিলেন রাজ্যপাল জগদীপ ধনখড়। সোমবার নিজের টুইটার হ্যান্ডেলে একটি টুইট করেন রাজ্যপাল। 

আরও পড়ুন:  UGC-র নির্দেশিকায় বিভ্রান্তি! রাজ্যে মূল্যায়ন কীভাবে, সিদ্ধান্ত নেবে বিশ্ববিদ্যালয়

তিনি লেখেন, কোভিড-১৯ মহামারীতে পরীক্ষা ব্যবস্থা নিয়ে নির্দেশিকা জারি করেছে UGC. তারা জানিয়েছে ছাত্র-ছাত্রী, ফ্যাকাল্টি, স্টাফসহ সকলের স্বাস্থ্য ক্ষেত্রে সর্বোচ্চ নজর রেখেই পরীক্ষার ব্যবস্থা করা হবে।

আরও পড়ুন:  মুখ্যমন্ত্রীর কড়া দাওয়াই, রাস্তায় প্রায় সাড়ে ৪ হাজার বাস নামালেন বাস-মিনিবাস মালিকরা

যদিও বলার অপেক্ষা রাখে না এ ক্ষেত্রে UGC-র সিদ্ধান্ত সমর্থনেরই ইঙ্গিত দিয়েছেন জগদীপ ধনখড়। এ ক্ষেত্রে রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির আচার্য হওয়ার কারণে তার এই টুইট গুরুত্বপূর্ণ বলেই মনে করছেন একাংশ। তবে রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলি কী সিদ্ধান্ত নেবে তা এখনো স্পষ্ট নয়। উল্লেখ্য, ছাত্রদের সমস্যা নিয়ে কথা বলতে আগামী ১১জুলাই বৈঠক ডেকেছেন রাজ্যপাল।

.