রাজ্যে করোনায় মৃতের সংখ্যা বেড়ে ১৫৩, আক্রান্তের সংখ্যা ১,৪০৭
ইতিমধ্যেই কলকাতায় করোনা আক্রান্তের সংখ্যা কমাতে বাড়ি বাড়ি নিরীক্ষা শুরু করেছে রাজ্য সরকার।
নিজস্ব প্রতিবেদন: গত ২৪ ঘন্টায় রাজ্যে মৃত্যু হয়েছে ১০ জন। ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৮৪ জন। পাশাপাশি কলকাতায় কনটেনমেন্ট জোনের সংখ্যা এক লাফে অনেকটাই কমল। গতকাল কনটেন্টমেন্ট জোনের সংখ্যা ছিল ৩৩৯টি। আজ সেই সংখ্যাটা কমে দাঁড়াল ২৮৬। ইতিমধ্যেই কলকাতায় করোনা আক্রান্তের সংখ্যা কমাতে বাড়ি বাড়ি নিরীক্ষা শুরু করেছে রাজ্য সরকার।
আরও পড়ুন: "খাদ্যসাথী-ই যথেষ্ট, কেন্দ্রের 'এক দেশ, এক রেশন কার্ড' প্রকল্পে নেই রাজ্য"
কোন এলাকায় কত রোগী পাওয়া গেছে, এলাকায় পপুলেশন কত, কোন বাড়ির সংখ্যা কত, কত বাড়িতে কমন টয়লেট আছে, কত লোক কমন টয়লেট ব্যবহার করে স্ট্যান্ড অ্যালোন বিল্ডিং এর সংখ্যা কত, এগুলো সার্ভে করে ম্যাপিং তৈরি করা হচ্ছে এই ম্যাপিং-এর পরিপ্রেক্ষিতে করোনা আক্রান্তের সংখ্যা নিয়ন্ত্রণে সুবিধা হবে বলেই মনে করা হচ্ছে। নবান্ন সূত্রে খবর, কলকাতার নোডাল অফিসার সঞ্জয় থারে ইতিমধ্যেই পুলিস, পুরসভা ও স্বাস্থ্য ভবনের মধ্যে সমন্বয় রেখে কাজ করছেন।