একত্রিশ নম্বর জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনা, বাস ও লরির সংঘর্ষ মৃত ৩, জখম বহু

বিধাননগরের সদরগছ জাতীয় সড়কে দাঁড়িয়ে থাকা একটি মাল বোঝাই লরির পিছনে সজোরে ধাক্কা মারে সরকারি বাসটি। ঘটনাস্থলেই প্রাণ হারান তিনজন বাস যাত্রী। 

Updated By: Dec 21, 2020, 04:58 PM IST
একত্রিশ নম্বর জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনা, বাস ও লরির সংঘর্ষ মৃত ৩, জখম বহু
ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন: ৩১ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনা। সরকারি বাস ও লরির সংঘর্ষে ৩ জনের মৃত্যু। ঘটনায় গুরুতর জখম হয়েছেন কমপক্ষে ১০ জন। শিলিগুড়ি মহকুমার বিধাননগরে ঘটনাটি ঘটে। জানা গিয়েছে, এদিন বাসটি কলকাতা থেকে কোচবিহারের দিকে যাচ্ছিল। সেই সময়ে বিধাননগরের সদরগছ জাতীয় সড়কে দাঁড়িয়ে থাকা একটি মাল বোঝাই লরির পিছনে সজোরে ধাক্কা মারে সরকারি বাসটি। ঘটনাস্থলেই প্রাণ হারান তিনজন বাস যাত্রী। 

আরও পড়ুন:  Amit Shah-এর 'শাহি শো'-র পাল্টা ২৯-এ Bolpur-এ Mamata-র রোড শো

বিকটে আওয়াজে ঘুম ভেঙে যায় স্থানীয়দের। খবর পেয়ে ঘটনাস্থলে যান বিধাননগর এবং ফাঁসিদেওয়া থানার পুলিস কর্মীরা। এ ছাড়া শিলিগুড়ি ও নকশালবাড়ি থেকে একটি করে দমকলও ঘটনাস্থলে যায়। বাসটির সামনের অংশ দুমড়ে মুচড়ে যাওয়ায়, দমকলকর্মীরা গ্যাস কাটারের সাহায্যে সামনের অংশ কেটে, দেহগুলি উদ্ধার করে। 

স্থানীয় এবং পুলিসের সহায়তায় আহতদের নিয়ে যাওয়া হয় উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে। বেশ কয়েকজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। ফলে মৃতের সংখ্যা বাড়বে বলেই মনে করা হচ্ছে। যাত্রীদের দাবি, চালক গাড়ি চালাতে চালাতে মোবাইলে কথা বলছিলেন। সে কারণেই অসাবধানতায় এই দুর্ঘটনা।

Tags:
.