ভাঙড়ে পাওয়ার গ্রিড নিয়ে দড়ি টানাটানি চলছেই

একদিকে আন্দোলনকারীদের নিয়ে ভাঙড়ের পথে মিছিল সুজন চক্রবর্তীর নেতৃত্বে বাম পরিষদীয় দলের। অন্যদিকে কাশীপুর থানায় আরাবুল ইসলামের নেতৃত্বে আন্দোলকারীদের একাংশের আত্মসমর্পণ। তাঁদের বক্তব্য, আন্দোলনে গিয়ে তাঁদের ক্ষতিই হয়েছে। তৃণমূল নেতা আরাবুল ইসলামের দাবি, আগামী দিনে আরও মানুষ ভাঙড়ের আন্দোলন থেকে সরে আসছেন। মানুষ যেহেতু চাইছে, তাই পাওয়ার গ্রিড হবেই। তবে বামেদের বক্তব্য, আজ যাঁরা আত্মসমর্পণ করেছেন, তাঁরা প্রত্যেকেই বহিরাগত। ভাঙড়ের বাসিন্দা নন।

Updated By: May 19, 2017, 08:54 PM IST
ভাঙড়ে পাওয়ার গ্রিড নিয়ে দড়ি টানাটানি চলছেই

ওয়েব ডেস্ক : একদিকে আন্দোলনকারীদের নিয়ে ভাঙড়ের পথে মিছিল সুজন চক্রবর্তীর নেতৃত্বে বাম পরিষদীয় দলের। অন্যদিকে কাশীপুর থানায় আরাবুল ইসলামের নেতৃত্বে আন্দোলকারীদের একাংশের আত্মসমর্পণ। তাঁদের বক্তব্য, আন্দোলনে গিয়ে তাঁদের ক্ষতিই হয়েছে। তৃণমূল নেতা আরাবুল ইসলামের দাবি, আগামী দিনে আরও মানুষ ভাঙড়ের আন্দোলন থেকে সরে আসছেন। মানুষ যেহেতু চাইছে, তাই পাওয়ার গ্রিড হবেই। তবে বামেদের বক্তব্য, আজ যাঁরা আত্মসমর্পণ করেছেন, তাঁরা প্রত্যেকেই বহিরাগত। ভাঙড়ের বাসিন্দা নন।

আরও পড়ুন, রাজ্যসভার সাংসদ নির্বাচন নিয়ে চড়া সুর অধীর চৌধুরীর

.