Saltlake: মোবাইল গেমে আসক্তি কিশোরী স্ত্রীর, বিয়ের ৪ মাসেই দাম্পত্যের 'চরম' পরিণতি
Mobile Game: বিয়ের পর থেকেই মোবাইলে গেম খেলা নিয়ে স্বামী-স্ত্রীতে মনোমালিন্য লেগে থাকত।
নিজস্ব প্রতিবেদন : মোবাইলে গেম খেলা নিয়ে স্বামীর সাথে বচসার জেরে আত্মহত্যা স্ত্রীর। এই ঘটনায় বিধাননগর দক্ষিণ থানায় অভিযোগ দায়ের হলে অভিযুক্ত স্বামী সঞ্জয় হালদারকে গ্রেফতার করেছে পুলিস।
পুলিস সূত্রে খবর, গত আগস্ট মাসে ট্যাংরার বাসিন্দা পিউ হাজরা হালদারের (১৮) সাথে বিয়ে হয় সল্টলেক দত্তাবাদের বাসিন্দা সঞ্জয় হালদারের। বিয়ের পর থেকেই মোবাইলে গেম খেলা নিয়ে স্বামী-স্ত্রীতে মনোমালিন্য লেগে থাকত। স্বামীর সাথে মাঝেমধ্যেই বচসা হত স্ত্রীর। দীর্ঘদিন ধরেই বিবাদ চলছিল দুজনের মধ্যে। মঙ্গলবার সকালেও মোবাইলে গেম খেলা নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে বিবাদ হয়। এরপর কাজে বেরিয়ে যান সঞ্জয়। দুপুরবেলা স্বামী সঞ্জয় হালদার বাড়িতে ফিরে দেখেন যে স্ত্রী পিউ গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হয়েছে।
এরপর তাঁকে বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন পিউকে। পরবর্তী সময়ে পিউয়ের বাড়ির লোক বিধাননগর দক্ষিণ থানায় এই ঘটনায় সঞ্জয় হালদারের নামে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতেই বিধাননগর দক্ষিণ থানার পুলিস সঞ্জয় হালদারকে গ্রেফতার করেছে। আজ ধৃতকে বিধাননগর আদালতে পেশ করা হয়।
আরও পড়ুন, Bally Missing Case: আসানসোলে পুলিসের জালে মুম্বই ফেরত ২ রাজমিস্ত্রি 'প্রেমিক' সহ বালির ২ বউ
Liluah: শাশুড়ির সঙ্গে 'পরকীয়া' জামাইয়ের, 'সংসার' বাঁধতে চম্পট দুজনের