Basirhat: ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে তোলপাড় স্কুল, পেছনের দরজা দিয়ে পালালেন শিক্ষক

বিক্ষোভের খবর পেয়ে অবরোধস্থলে এসে পৌঁছয় পুলিস। তারা বিক্ষোভকারীদের বুঝিয়ে অবরোধ সরানোর চেষ্টা করেন। কিন্তু অভিভাবকরা দাবি করেন, গ্রেফতার করতে হবে ওই শিক্ষককে। এর পরেই পুলিস গিয়ে হাজির হয় ওই স্কুলে

Updated By: Dec 3, 2022, 09:15 PM IST
Basirhat: ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে তোলপাড় স্কুল, পেছনের দরজা দিয়ে পালালেন শিক্ষক

বিমল বসু: পার্শ্বশিক্ষকের বিরুদ্ধে ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে তোলপাড়া এলাকা। স্কুল ঘেরাও, রাস্তায় বসে পড়লেন ক্ষুব্ধ অভিভাবকরা। পরিস্থিতি বেগতিক দেখে স্কুলে ছেড়ে পালালেন অভিযুক্ত শিক্ষক। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছল পুলিস। শনিবার ওই ঘটনায় তোলপাড় বসিরহাট দক্ষিণের পিফা এফপি স্কুলে। অভিভাবকদের দাবি, এর আগেও ওই শিক্ষকের বিরুদ্ধে এরকম অভিযোগ উঠেছিল।

আরও পড়ুন-সাঁইথিয়ায় জনসংযোগে গিয়ে ক্ষোভের মুখে শতাব্দী, সমাধান হয়ে যাবে; আশ্বাস তৃণমূল সাংসদের

স্কুলের এক ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগটি শনিবার প্রকাশ্যে চলে আসতেই ক্ষোভ ফেটে পড়েন অভিভাবকরা। অবিলম্বে ওই পার্শ্বশিক্ষককে অপসারণের দাবিতে দীর্ঘক্ষণ ন্য়াটাজ-মালঞ্চ রাজ্য সড়ক অবেরাধ করে রাখেন অভিভাবকরা। তাঁদের দাবি, দীর্ঘদিন ধরেই ছাত্রীদের সঙ্গে খারাপ আচরণ করেন ওই শিক্ষক। গায়ে হাত দিয়ে কুত্সিত ইঙিগত করেন। এনিয়েই বিক্ষোভ।

ওই বিক্ষোভের খবর পেয়ে অবরোধস্থলে এসে পৌঁছয় পুলিস। তারা বিক্ষোভকারীদের বুঝিয়ে অবরোধ সরানোর চেষ্টা করেন। কিন্তু অভিভাবকরা দাবি করেন, গ্রেফতার করতে হবে ওই শিক্ষককে। এর পরেই পুলিস গিয়ে হাজির হয় ওই স্কুলে। পুলিস আসছে খাবর পেয়েই স্কুলের পেছন দরজা দিয়ে পালিয়ে যান ওই শিক্ষক।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.