গর্ভগৃহে মা'কে ছোঁয়া যাবে না, নিষিদ্ধ মোবাইলও, করোনাবিধি মেনে খুলছে তারাপীঠ

কবে খুলছে মন্দির?

Updated By: Jun 14, 2021, 01:35 PM IST
গর্ভগৃহে মা'কে ছোঁয়া যাবে না, নিষিদ্ধ মোবাইলও, করোনাবিধি মেনে খুলছে তারাপীঠ

নিজস্ব প্রতিবেদন: করোনাবিধি মেনে আগামী ১৬ জুন থেকে খুলতে চলেছে তারাপীঠ মন্দির। মন্দির খুলে যাওয়ার সিদ্ধান্ত নিলো মন্দির কমিটি। তবে গর্ভগৃহে মা তারাকে জড়িয়ে প্রণাম করা যাবে না। তেমনিই মা'কে নিয়ে কোনও সেলফিও তোলা যাবে না। মন্দিরের গর্ভগৃহে মোবাইল নিষিদ্ধ করল মন্দির কমিটি। মন্দির খুলে যাওযায় খুশি তারাপীঠ মন্দির সংলগ্ন ছোট বড় ব্যবসায়ীরা।

গত ১৬ মে থেকে ১৫ দিনের জন্য রাজ্যেজুড়ে কার্যত লকডাউন শুরু হয়। প্রশাসনের নির্দেশ মতো তারাপীঠ মন্দিরও বন্ধ করে দেওয়া হয়। ৩০ মের পর রাজ্য সরকার বিধিনিষেধের সময়সীমা বাড়ালে, তারাপীঠ মন্দির বন্ধ কর্তৃপক্ষও মন্দির বন্ধ রাখার সিদ্ধান্ত নেন। ১৫ জুন শেষ হচ্ছে সেই বিধিনিষেধের সময়সীমা। তাই ১৬ জুন থেকে মন্দির খুলে নেওয়ার সিদ্ধান্ত নিল কর্তৃপক্ষ।

আরও পড়ুন: Sitalkuchi Case: কোচবিহারের প্রাক্তন পুলিস সুপার দেবাশিস ধরকে CID তলব

আরও পড়ুন: ভোররাতে ঘুম থেকে তুলে নিয়ে গিয়ে যুবককে গুলি, মৃত্যু নিশ্চিত করতে কোপানোর অভিযোগ

মন্দির বন্ধ থাকলেও পুণ্যার্থীদের তারাপীঠ মন্দিরের সেবাইতরা ভিডিয়ো কলের মাধ্যমে মায়ের দর্শন করাচ্ছিলেন। পুজোও নেওয়া হচ্ছিল। পাশাপাশি, মন্দির বন্ধ থাকায় আশপাশের ছোট ব্যবসায়ীর বিপুল ক্ষতির মুখে পড়তে হচ্ছিল। মন্দির খুলে দেওয়ার সিদ্ধান্তে পুণ্যার্থীদের মতো খুশি তাঁরাও।

(Zee 24 Ghanta App : দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.