Loksabha Election 2024 | Suvendu Adhikari: 'এটা তো ট্রেলার দেখিয়ে গেলাম, সিনেমাটা দেখাব ভোটের সময়ে'!
হাওড়া উদয়নারায়ণপুরের সভা থেকে তৃণমূলকে নিশানা করলেন শুভেন্দু অধিকারী। বললেন, '২০২১ সালে ভোটের পর গোটা পশ্চিমবঙ্গ জুড়ে ভোট পরবর্তী হিংসা নামে মগরাহাট পশ্চিমের বিজেপি প্রার্থী মানস সাহা-সহ ৬৭ জনকে আপনারা খুন করেছেন। ১২ হাজার দোকান ভেঙেছেন। দোকান-বাড়ি লুঠ করেছেন, অগ্নি সংযোগ করেছেন। আপনাদের অত্যাচারে ১ লক্ষ বিজেপি কর্মী ঘরছাড়া হয়ে, অন্য রাজ্যে পালিয়ে যেতে বাধ্য হয়েছে, কেন এ জিনিস হয়েছে'?
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্য়ুরো: 'ভাববেন না, এটাই আমাদের শুরু আর শেষ'। হাওড়ার উদয়নারায়ণপুরের জনসভা থেকে তৃণমূলকে নিশানা করলেন শুভেন্দু অধিকারী। বললেন, 'এটা তো ট্রেলার দেখিয়ে গেলাম, সিনেমাটা দেখাব ভোটের সময়ে. যখন প্রচার হবে। উদয়নারায়ণপুরে রোড-শোতে আমাকে পাবেন'।
হাওড়া সদর কেন্দ্রে এবার বিজেপি প্রার্থী রথীন চক্রবর্তী। আর উলুবেড়িয়া? প্রার্থীর নাম ঘোষণা হয়নি। এদিন সেই উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রের অন্তর্গত উদয়নারায়ণপুরে জনসভা করলেন শুভেন্দু অধিকারী।
জনসভায় শুভেন্দু বলেন, 'তৃণমূল ভাববেন না, এটাই আমাদের শুরু আর শেষ। এটা তো ট্রেলার দেখিয়ে গেলাম, সিনেমাটা দেখাব ভোটের সময়ে. যখন প্রচার হবে। উদয়নারায়ণপুরে রোড-শোতে আমাকে পাবেন। কোথায় আটকান, কোন অঞ্চলে আমি দেখব! আমি শুভেন্দু অধিকারী, যিনি আপনাদের মালিককে (তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়) নন্দীগ্রামে ১, ৯৫৬ ভোটে হারিয়েছে'।
বিরোধী দলনেতার আরও বক্তব্য, 'আমি তোলামূলের লোকেদের বলব, একুশে সালে বিধানসভা ভোটের পরে, এত অত্য়াচার এখানে করেছেন কেন? জানতে চাইব, ২০২১ সালে ভোটের পর গোটা পশ্চিমবঙ্গ জুড়ে ভোট পরবর্তী হিংসা নামে মগরাহাট পশ্চিমের বিজেপি প্রার্থী মানস সাহা-সহ ৬৭ জনকে আপনারা খুন করেছেন। ১২ হাজার দোকান ভেঙেছেন। দোকান-বাড়ি লুঠ করেছেন, অগ্নি সংযোগ করেছেন। জেসিবি মেশিন নিয়ে যেখানে বিজেপি বেশি ভোট পেয়েছে, ভেঙে তছনছ করে দিয়েছেন'।
শুভেন্দুর কথায়, 'সবদল থাকবে, বহুদলীয় গণতন্ত্র থাকবে। আমরা আমাদের কথা বলব, আপনারা আপনাদের কথা বলবেন। অন্য়রা তাদের কথা বলবে, মানুষ সব শোনার পরে একটা দলকে ভোট দেবে। অন্যরা হারবে। এটা গণতন্ত্রের নীতি-বিধান। সংবিধানের কোথাও লেখা নেই দলতন্ত্রের কথা। সেখানে জনতন্ত্র, গণতন্ত্রের কথা বলা আছে'।
তখনও লোকসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণা হয়নি। প্রথম দফায় বাংলার ২০ আসনে প্রার্থীদের নাম ঘোষণা করেছিল বিজেপি। আসানসোলে প্রার্থী ছিলেন ভোজপুরী গায়ক-নায়ক পবন সিং। কিন্তু যেদিন নাম ঘোষণা করা হয়, তা পরের দিনই বেঁকে বসেন তিনি। এক্স হ্য়ান্ডেলে পোস্ট দিয়ে পবন জানিয়ে দেন, 'কিছু কারণে আমি আসানসোল থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারব না'।
আরও পড়ুন: Malda: 'মালদহের ২ আসনে আমাদের প্রার্থী নেই, আবার আছেও': বিমান
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)