সাতসকালে গেটে ঝুলছে কারখানা বন্ধের নোটিস; তুলকালাম হাওড়া জুট মিল, নামল র‌্যাফ

রবিবার ছিল জুট মিলের সাপ্তাহিক পেমেন্টর দিন। তা দেওয়া হয়নি। সোমবার কার্যত বিনা নোটিসেই গেটে তালা ঝুলিয়ে দেয় কর্তৃপক্ষ

Updated By: Dec 9, 2019, 10:15 AM IST
সাতসকালে গেটে ঝুলছে কারখানা বন্ধের নোটিস; তুলকালাম হাওড়া জুট মিল, নামল র‌্যাফ

নিজস্ব প্রতিবেদন: মিলের দরজায় ঝুলছে সাসপেনশন অব ওয়ার্কের নোটিস। বিক্ষোভে ফেটে পড়লেন সকালে কাজে আসা কর্মীরা।

সোমবার সকালে শিবপুরের হাওড়া জুটমিলের গেটে ঝুলিয়ে দেওয়া হল সাসপেনশন অব ওয়ার্কের নোটিস। সকালের শিফটে কাজে এসে তা দেখেন কর্মীরা।  মিলের গেটে শুরু হয়ে যায় তুমুল বিক্ষোভ।

আরও পড়ুন-পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব, এসপ্তাহে পারদ নামার সম্ভাবনা নেই

গোলমালের খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে আসে শিবপুর থানার পুলিস। নামানো হয় র্যাফ। কর্মীদের অভিযোগ, লেবার কমিশনারের হস্তক্ষেপে এই জুট মিলটি সপ্তাহে ৭ দিনের পরিবর্তে ৫ দিন এবং দিনে ৩টি শিফটের পরিবর্তে ২টি শিফট চলতো। তার পরেও এই পদক্ষেপ কর্তৃপক্ষের।

আরও পড়ুন-কর্ণাটকে আজ উপ-নির্বাচনের ফল ঘোষণা, ক্ষমতায় থাকতে ৬ আসন পেতেই হবে ইয়েদুরাপ্পাকে

রবিবার ছিল জুট মিলের সাপ্তাহিক পেমেন্টর দিন। তা দেওয়া হয়নি। সোমবার কার্যত বিনা নোটিসেই গেটে তালা ঝুলিয়ে দেয় কর্তৃপক্ষ।  এদিকে মিল কর্তৃপক্ষ একটি নোটিস দিয়ে জানিয়েছে, বর্তমানে লোকসানে চলছে মিল। তাই কারখানা চালানোর মতো অবস্থায় নেই কর্তৃপক্ষ। সেই কারণেই অনির্দিষ্ট কালের জন্য বন্ধ করা  হয়েছে মিল।

.