মগরার কুন্তিঘাট রেয়ন কারখানায় কাজ বন্ধে নোটিস, বিপাকে ২৯০০ শ্রমিক

শীঘ্রই সরকারের দ্বারস্থ হতে চলেছে কারখানার শ্রমিক সংগঠনগুলো। 

Updated By: Jun 22, 2021, 11:49 AM IST
 মগরার কুন্তিঘাট রেয়ন কারখানায় কাজ বন্ধে নোটিস, বিপাকে ২৯০০ শ্রমিক

নিজস্ব প্রতিবেদন: মগরার কুন্তিঘাট রেয়ন কারখানায় ঝুলল কাজ বন্ধের নোটিস। আজ সকালে কারখানায় গিয়ে নোটিস দেখতে পান শ্রমিকরা। এর ফলে কর্মহীন হয়ে পড়লেন প্রায় ২৯০০ শ্রমিক। 

অভিযোগ, প্রথম লকডাউন থেকেই কারখানায় নানা ধরনের অসুবিধা চলছিল। শ্রমিকরা ঠিকমতো বেতন পাচ্ছিলেন না। ফলে শ্রমিকদের মধ্যে  অসন্তোষ দেখা গিয়েছিল। তারপরেও কোনও মতে চলছিল কারখানা। তবে সোমবার সকালে কারখানার গেটে গিয়ে কার্যত হতবাক হয়ে যান শ্রমিকরা। অভিযোগ, কোনও আগাম নোটিস ছাড়াই কারখানার গেটে কাজ বন্ধের নোটিস ঝুলিয়ে দেয় কর্তৃপক্ষ। 

আরও পড়ুন: সন্দেহভাজনদের সঙ্গে কথা, ভুয়ো আইডিতে ফেসটাইম, হান জানুইয়ের আইফোন ঘিরে বাড়ছে রহস্য

আরও পড়ুন: Kaliachak Murder:অনলাইনে সেক্স চ্যাটের নেশায় বুঁদ ছিল আসিফ, তাঁকে ভয় পেত পরিবারও

কর্তৃপক্ষের দাবি লকডাউনের কারণে কাচামাল মিলছে না। ব্যবসায় লাভও নেই। তাই কাজ বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কর্তৃপক্ষের এই সিদ্ধান্তে বিপাকে পড়েছেন ২৯০০ জন শ্রমিক। আগামিদিন কীভাবে সংসার চলবে তাই নিয়ে চিন্তার রয়েছেন তাঁরা। জানা গিয়েছে, সমস্যার সমাধান চেয়ে শীঘ্রই সরকারের দ্বারস্থ হতে চলেছে কারখানার শ্রমিক সংগঠনগুলো। 

.