বাগডোগরা বিমানবন্দরে দুই যাত্রীর কাছে মিলল সন্দেহজনক রাসায়নিক
ওয়েব ডেস্ক: পুজোর মুখে বাগডোগরা বিমানবন্দরে দুই যাত্রীর কাছে মিলল সন্দেহজনক রাসায়নিক। প্রাথমিক তদন্তের পর তা বিস্ফোরক বলেই অনুমান। দুই যাত্রী অনুপ সিং ও অভয় প্রকাশকে গ্রেফতার করেছে পুলিস। গতকাল বিকেলের বিমানে তাঁরা কলকাতা যাচ্ছিলেন। চেকিংয়ের সময় তাঁদের ব্যাগে সাদা রাসায়নিকের সাতটি বোতল পান CISF কর্মীরা। অনুপ ও অভয়কে পুলিসের হাতে তুলে দেওয়া হয়। শিলিগুড়ির পুলিস কমিশনার নীরজ কুমার সিং জানান, ধৃতদের দাবি তাঁরা গুরুগ্রামের একটি সংস্থায় ইঞ্জিনিয়ার পদে কর্মরত। কমপ্লেন পেয়ে তাঁরা সিকিম থেকে ওই রাসায়নিক নিয়ে কলকাতায় যাচ্ছিলেন।
আরও পড়ুন বছরভরের অপেক্ষা শেষ, বাঙালির সেরার সেরা উত্সবের আজ তৃতীয়া
পুলিস কমিশনার জানান, প্রাথমিক তদন্তে CID ওই রাসায়নিকের মধ্যে বিস্ফোরক রয়েছে বলে ইঙ্গিত দিয়েছে। শিলিগুড়িতে পরীক্ষা করার ব্যবস্থা না থাকায় রাসায়নিকের নমুনা CFSL-এ পাঠান হয়েছে। CID-র অনুমান, ওই সাদা রাসায়নিক বোমা তৈরির কাজে ব্যবহার করা হয়। ধৃতদের আজ আদালতে তোলা হবে।