হরিণঘাটার ফতেপুরে আত্মঘাতী ক্লাস টুয়েলভের ছাত্র সৌমিত্র ঢালি

সাগর মণ্ডলের পর নদিয়ার হরিণঘাটার ফতেপুরে আত্মঘাতী হল আরও এক ছাত্র। ফতেপুর হাইস্কুলের ক্লাস টুয়েলভের ছাত্র সৌমিত্র ঢালি সাগরের সঙ্গে একই পাড়ায় থাকত। গতরাতে বিষ খায় সে। হাসপাতালে মৃত্যু হয় তাঁর। পয়লা মে IISIR ক্যাম্পাস থেকে সাগর মণ্ডলের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। তারপর থেকেই মানসিক অবসাদে ভুগছিল সৌমিত্র। সাগরই ছিল সৌমিত্রের অনুপ্রেরণা। সৌমিত্রর ঘর থেকে একটি ডায়েরি উদ্ধার করেছে পুলিস। ডায়েরির পাতাজুড়ে শুধুই সাগরের কথা। সাগরের মৃত্যু মেনে নিতে না পেরেই সে যে আত্মঘাতী হচ্ছে, ডায়েরির পাতায় তাও স্পষ্ট করে লিখে গিয়েছে সৌমিত্র। (আরও পড়ুন- সনিকা মৃত্যু তদন্ত হয়ে উঠেছে জটিল এক ধাঁধা)

Updated By: May 9, 2017, 10:41 PM IST
হরিণঘাটার ফতেপুরে আত্মঘাতী ক্লাস টুয়েলভের ছাত্র সৌমিত্র ঢালি

ওয়েব ডেস্ক: সাগর মণ্ডলের পর নদিয়ার হরিণঘাটার ফতেপুরে আত্মঘাতী হল আরও এক ছাত্র। ফতেপুর হাইস্কুলের ক্লাস টুয়েলভের ছাত্র সৌমিত্র ঢালি সাগরের সঙ্গে একই পাড়ায় থাকত। গতরাতে বিষ খায় সে। হাসপাতালে মৃত্যু হয় তাঁর। পয়লা মে IISIR ক্যাম্পাস থেকে সাগর মণ্ডলের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। তারপর থেকেই মানসিক অবসাদে ভুগছিল সৌমিত্র। সাগরই ছিল সৌমিত্রের অনুপ্রেরণা। সৌমিত্রর ঘর থেকে একটি ডায়েরি উদ্ধার করেছে পুলিস। ডায়েরির পাতাজুড়ে শুধুই সাগরের কথা। সাগরের মৃত্যু মেনে নিতে না পেরেই সে যে আত্মঘাতী হচ্ছে, ডায়েরির পাতায় তাও স্পষ্ট করে লিখে গিয়েছে সৌমিত্র। (আরও পড়ুন- সনিকা মৃত্যু তদন্ত হয়ে উঠেছে জটিল এক ধাঁধা)

.