ট্রাক্টরের ধাক্কায় ছাত্র মৃত্যুতে ধুন্ধুমার দুর্গাপুর

রোহিতের ওপর দিয়েই চালিয়ে দেন ট্রাক্টর। চাকায় পিষ্ট হয়ে যায় রোহিতের মাথা। যতক্ষণ স্থানীয়রা ছুটে আসেন, ততক্ষণে মৃত্যু হয় রোহিতের।

Updated By: Feb 15, 2018, 02:59 PM IST
ট্রাক্টরের ধাক্কায় ছাত্র মৃত্যুতে ধুন্ধুমার দুর্গাপুর

নিজস্ব প্রতিবেদন:  ট্রাক্টরের ধাক্কায় এক পঞ্চম শ্রেণির ছাত্রের মৃত্যুর ঘটনায় ধুন্ধুমারকাণ্ড দুর্গাপুরের এ জোনে। ট্রাকে আগুন ধরিয়ে দিল উত্তপ্ত জনতা। ঘাতক ট্রাক্টর চালককে তুলে দিতে হবে তাঁদের হাতে, এই দাবিতে পুলিসের ঘিরে চলল বিক্ষোভ দেখাতে থাকেন এলাকাবাসীরা। মৃত ছাত্রের নাম রোহিত নায়েক।

আরও পড়ুন: হাইকোর্টে সাময়িক স্বস্তি ভারতীর স্বামীর, মঞ্জুর আগাম জামিন

বৃহস্পতিবার স্কুল ছুটির পর বাড়ির সামনেই খেলছিল বছর এগারোর রোহিত। মাঠেই পিছন থেকে কখন একটি ট্রাক্টর চলে আসে, তা দেখতে পাইনি সে। প্রত্যক্ষদর্শীরা জানান, রোহিত যখন খেলাতে মগ্ন, তা দেখে ট্রাক্টর চালক তাকে পাশ কাটিয়ে যাননি, কিংবা গাড়ি থামিয়ে দেননি। রোহিতের ওপর দিয়েই চালিয়ে দেন ট্রাক্টর। চাকায় পিষ্ট হয়ে যায় রোহিতের মাথা। যতক্ষণ স্থানীয়রা ছুটে আসেন, ততক্ষণে মৃত্যু হয় রোহিতের।

আরও পড়ুন: কেবল ধর্ষণ করে প্রমাণ লোপাট কিংবা বিবাহ বর্হিভূত সম্পর্ক নয়, ব্যাঙ্ককর্মী শিল্পা খুনে অন্য কারণ

এরপরই ক্ষোভে ফেটে পড়েন এলাকাবাসী। ঘাতক ট্রাক্টরটিতে আগুন ধরিয়ে দেন তাঁরা। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিস গেলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। পুলিস ঘাতক ট্রাক্টরটির চালককে গ্রেফতার করে। কিন্তু ক্ষুব্ধ এলাকাবাসীর দাবি, অভিযুক্তকে তাঁদের হাতেই ছেড়ে দিতে হবে। এই দাবিতে পুলিসকে ঘিরেও চলতে থাকে বিক্ষোভ।

এদিকে, সন্তানের মর্মান্তিক পরিণতি দেখে বারবারই জ্ঞান হারাতে থাকেন রোহিতের মা। দেহ আঁকড়ে ধরে কাঁদতে থাকেন। ঘটনাকে ঘিরে চরম উত্তেজনা দুর্গাপুরের এ জোন এলাকা।  

.