STF: ধানবাদ-কলকাতা বাস থেকে উদ্ধার বিপুল সেমি ফিনিশড অস্ত্র, গ্রেফতার এক মহিলা-সহ ৩

বাসে তল্লাশি চালাতেই বেরিয়ে আসে ৪০টি সেমি ফিনিশড অস্ত্র

Updated By: Oct 18, 2021, 12:57 PM IST
STF: ধানবাদ-কলকাতা বাস থেকে উদ্ধার বিপুল সেমি ফিনিশড অস্ত্র, গ্রেফতার এক মহিলা-সহ ৩

নিজস্ব প্রতিবেদন: ডানকুনিতে এসটিএফের হানায় উদ্ধার হল বিপুল অস্ত্র। অধিকাংশই সেমি ফিনিশড। গ্রেফতার ৩ জন।

সোমবার গোপন সূত্রে খবর পেয়ে দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে বিহার থেকে আসা ওই গাড়িটিতে তল্লাশি চালায় এসটিএফ। ডানকুনির টোলপ্লাজার কাছাকাছি একটি ঠান্ডপানীয় তৈরির কারখানার কাছ ধানবাদ থেকে আসে ওই বাসটিকে আটকায় এসটিএফ ও রাজ্য পুলিস।

আরও পড়ুন-Suri : ভয়াবহ দুর্ঘটনায় 'উড়ে গেল' খোলনলচে, দোমড়ানো-মোচড়ানো গাড়িতে মৃত ২ 

বাসে তল্লাশি চালাতেই বেরিয়ে আসে ৪০টি সেমি ফিনিশড অস্ত্র। অধিকাংশই ওয়ানশর্টার। এছাড়াও রয়েছে সেভেন এমএম ও নাইন এমএম পিস্তল। অস্ত্র পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগ ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের মধ্যে একজন মহিলাও রয়েছে। তিনজনই বিহারের বাসিন্দা। তাদের ডানকুনি থানায় নিয়ে যাওয়া হয়েছে।

আরও পড়ুন-Bangladesh: দুর্গাপুজোয় হামলা 'পূর্ব পরিকল্পিত', জানালেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী 

উল্লেখ্য, এর আগেও ডানকুনিতে অস্ত্র উদ্ধার হয়েছে। আগে ফিনিশড অস্ত্র ধরা পড়তো। এখন সেমি ফিনিশড অস্ত্র পাওয়া গেল। ওইসব অস্ত্র কোনও কারখানায় নিয়ে গিয়ে সম্পূর্ণ করার পরিকল্পনা ছিল পাচারকারীদের।  ওই বিপুল অস্ত্র কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল তা খতিয়ে দেখা হচ্ছে।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.