পঞ্চায়েত নির্বাচনের জন্য ৩ লক্ষ কর্মী চাইল কমিশন

এদিন নবান্নে মমতা আরও বলেন, "কমিশন নির্বাচন প্রক্রিয়া সঠিকভাবে পরিচালিত করে গণতন্ত্র দিয়েই গণতন্ত্রের মোকাবিলা করবে"।

Updated By: Mar 31, 2018, 06:58 PM IST
পঞ্চায়েত নির্বাচনের জন্য ৩ লক্ষ কর্মী চাইল কমিশন

নিজস্ব প্রতিবেদন: পঞ্চায়েত নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য রাজ্যের কাছে ৩ লক্ষ ভোটকর্মী চাইল রাজ্য নির্বাচন কমিশন। নবান্নের কাছে কাছে এদিন মোট ৩ লক্ষ সাধারণ ভোটকর্মীর পাশাপাশি ৩৫০ পর্যবেক্ষকও চেয়েছে কমিশন। পঞ্চায়েত ভোট শান্তিপূর্ণভাবে পরিচালনা করতে ৫৬ হাজার সশস্ত্র বাহিনী মোতায়েন করা হবে বলেও জানানো হয়েছে।

আরও পড়ুন- কোথায়, কবে হবে ভোট? জেনে নিন

পঞ্চায়েত নির্বাচন প্রসঙ্গে এদিন মুখ্যমন্ত্রী বলেন, "আমরা চাই ভোট শান্তিপূর্ণ হোক। আমরা নির্বাচনে হস্তক্ষেপ করি না, করবও না"। এদিন নবান্নে মমতা আরও বলেন, "কমিশন নির্বাচন প্রক্রিয়া সঠিকভাবে পরিচালিত করে গণতন্ত্র দিয়েই গণতন্ত্রের মোকাবিলা করবে"।

আরও পড়ুন- "যা হয়েছে দুর্ভাগ্যজনক", আসানসোল-রানিগঞ্জ ঘুরে বললেন রাজ্যপাল

প্রসঙ্গত, আজই ত্রিস্তর পঞ্চায়েত ভোটের দিনক্ষণ ঘোষণা করে রাজ্য নির্বাচন কমিশন। ১ থেকে ৫ মে-র মধ্যে মোট তিন দফায় ভোট হবে রাজ্যে। দার্জিলিং ও কালিম্পং বাদে ২০টি জেলাতেই ভোট নেওয়া হবে। ভোটের ফল ঘোষণা হবে ৮ মে। রাজ্য জুড়ে মোট ৪৮৬৫৬টি গ্রাম পঞ্চায়েত, ৯২১৭টি পঞ্চায়েত সমিতি ও ৮২৫টি জেলা পরিষদ আসনে এই নির্বাচন হবে।

আরও পড়ুন-  পঞ্চায়েত ভোটে কর্মীদের তেল মাখানো বাঁশের লাঠি নিয়ে তৈরি থাকার নির্দেশ দিলীপের

.