সচিবের জেলযাত্রা রুখতে মেধাতালিকা প্রকাশ করল SSC

মঙ্গলবার আদালতে হলফনামা জমা দেন SSC-র আইনজীবী। সঙ্গে জমা দেন মেধাতালিকা। মেধাতালিকাকে স্বীকৃতি দেন বিচারপতি রাজশেখর মান্থা। বিচারপতি জানান, মেধাতালিকা ও প্যানেল এক সঙ্গে প্রকাশে বাধা নেই।

Updated By: Jan 29, 2019, 06:08 PM IST
সচিবের জেলযাত্রা রুখতে মেধাতালিকা প্রকাশ করল SSC

নিজস্ব প্রতিবেদন: আদালতের নির্দেশে ২০১৬ সালের নবম ও দশমের নিয়োগ পরীক্ষার মেধাতালিকা প্রকাশ করল SSC. মঙ্গলবার কলকাতা হাইকোর্টে হলফনামার সঙ্গে মেধাতালিকা জমা দেন SSC-র আইনজীবী। একই সঙ্গে SSC-র সচিবকে আদালত অবমাননার মামলা থেকে নিষ্কৃতি দিয়েছেন বিচারপতি। 

মঙ্গলবার আদালতে হলফনামা জমা দেন SSC-র আইনজীবী। সঙ্গে জমা দেন মেধাতালিকা। মেধাতালিকাকে স্বীকৃতি দেন বিচারপতি রাজশেখর মান্থা। বিচারপতি জানান, মেধাতালিকা ও প্যানেল এক সঙ্গে প্রকাশে বাধা নেই। তাই এই মেধাতালিকা গ্রহণযোগ্য। 

ঘটনার সূত্রপাত সোমবার। SSC-র ২০১৬ সালের নিয়োগ পরীক্ষার মেধাতালিকা প্রকাশ না-করার অভিযোগে SSC-র সচিবকে তলব করেন বিচারপতি। আদালতের চরম ভর্ত্সনার মুখে পড়েন SSC-র সচিব অশোক সাহা। ২৪ ঘণ্টার মধ্যে মেধাতালিকা প্রকাশিত না হলে তাঁকে জেলে ভরা হবে বলে হুঁশিয়ারি দেন বিচারপতি। এর পরই সচিবের জেলযাত্রা রুখতে মেধাতালিকা প্রকাশ করল SSC. 

.