আসানসোল-রানিগঞ্জে বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত বাহিনী, দায়িত্বে সিদ্ধিনাথ-শামিম জুটি

আসানসোল, রানিগঞ্জ এলাকার সব থানার ওসিকে বিশেষ বার্তা দেওয়া হয়েছে।

Updated By: Mar 28, 2018, 08:08 PM IST
আসানসোল-রানিগঞ্জে বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত বাহিনী, দায়িত্বে সিদ্ধিনাথ-শামিম জুটি

নিজস্ব প্রতিবেদন : রানিগঞ্জে আধাসেনা মোতায়েনের জন্য কেন্দ্রের প্রস্তাব খারিজ করে দিয়েছে নবান্ন। এদিকে, মঙ্গলবারের পর বুধবারও আসানসোলের বেশ কয়েকটি জায়গায় ফের নতুন করে বিক্ষিপ্ত অশান্তি ছড়িয়েছে। এই পরিস্থিতিতে আসানসোলে আরও অতিরিক্ত বাহিনী পাঠাচ্ছে নবান্ন। যার নেতৃত্বে থাকছেন সিদ্ধিনাথ গুপ্তা ও জাভেদ শামিম। সঙ্গে থাকছেন কলকাতা পুলিসের অতিরিক্ত কমিশনার বিনীত গোয়েলও।

আরও পড়ুন, রানিগঞ্জে আধাসেনা মোতায়েনের প্রস্তাব ফেরাল নবান্ন

৩ আইপিএস-এর নেতৃত্বে বিশাল পুলিসবাহিনী যাচ্ছে রানিগঞ্জ ও আসানসোলে। সূত্রের খবর, বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত বাহিনী নিয়ে উপদ্রুত এলাকায় যাচ্ছেন ৩ পুলিস কর্তা। আসানসোল, রানিগঞ্জ এলাকার সব থানার ওসিকে বিশেষ বার্তা দেওয়া হয়েছে। তাঁদের সতর্ক থাকতে বলা হয়েছে। একইসঙ্গে বলা হয়েছে, এলাকায় কড়া নজর রাখতে। কেউ গুজব ছড়ালেই, তাঁর বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ করার নির্দেশ রয়েছে নবান্নের তরফে।

আরও পড়ুন, আসানসোলে ফের নতুন করে সংঘর্ষ, গুরুতর জখম পুলিসকর্মী

উল্লেখ্য, এদিন ফের নতুন করে অশান্তি ছড়ায় আসানসোল স্টেশন সংলগ্ন এলাকায়। বেশ কয়েকটি বাড়িতে ভাঙচুরের পর আগুন ধরিয়ে দেওয়া হয়। পরিস্থিতি সামাল দিতে গিয়ে গুরুতর জখম হন এক পুলিসকর্মী।

.