ঠান্ডা তো আছেই, সপ্তাহের মাঝামাঝি রাজ্যজুড়ে শুরু হতে পারে বৃষ্টি
বৃষ্টির সম্ভাবনায় চিন্তায় রাজ্যের চাষিরা। বুধবার থেকে আকাশ মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। হালকা বৃষ্টি হতে পারে
নিজস্ব প্রতিবেদন: শীতের কামোড় কিছুটা কমলেও আজও শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২ ডিগ্রির নীচে। রবিবার শহরের তাপমাত্রা ছিল ১১.২ ডিগ্রি। সোমবার এই তাপমাত্রা গিয়ে হল ১১.৪ ডিগ্রি। অর্থাত্ শীত ভালোই টের পাচ্ছেন শহরবাসী।
আরও পড়ুন-'কিছু লোক শুধু কচু আর গরু-ই চেনে', দিলীপকে কটাক্ষ সেলিমের
দক্ষিণবঙ্গে তাপমাত্রা বাড়লেও উত্তরঙ্গে শীতের দাপট চলছে পুরোদমে। দার্জিলং, জলপাইগুড়ি, মালদা ও দুই দিনাজপুর কাঁপছে ঠান্ডায়। তবে মঙ্গলবার থেকে বদল হতে পারে পরিস্থিতি। বুধবার আকাশ প্রধানত মেঘলা থাকবে। বাড়াতে পারে রাত ও দিনের তাপমাত্রা।
এদিকে, বৃষ্টির সম্ভাবনায় চিন্তায় রাজ্যের চাষিরা। বুধবার থেকে আকাশ মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। হালকা বৃষ্টি হতে পারে মালদা ও দুই দিনাজপুরে।
আরও পড়ুন-৩১ ডিসেম্বরের পর ব্লক হয়ে যেতে পারে এইসব ডেবিট কার্ড!
বুধবার হালকা বৃষ্টি হবে উত্তরবঙ্গে মালদা ও দুই দিনাজপুরে। দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলা পুরুলিয়া, বাঁকুড়া ছাড়াও পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদের বৃষ্টির পূর্বাভাস রয়েছে। শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে পার্বত্য এলাকাগুলিতে। বৃ হস্পতিবার থেকে কলকাতা ও রাজ্যের সব জেলাতেই কয়েক দফা হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। শুধু তাই নয়, বৃষ্টি হতে পারে পূর্ব ভারতের সব জেলায়। শুক্রবারও বৃষ্টি চলবে বলে জানা যাচ্ছে।