পারিবারিক সম্পত্তি নিয়ে চুলোচুলি, বড় বউকে পুড়িয়ে মারল জা-দেওর
শ্যামলী দাসকে গায়ে আগুন লাগা অবস্থায় ছুটতে দেখেন এলাকাবাসী।
নিজস্ব প্রতিবেদন : সম্পত্তির লোভে গৃহবধূকে পুড়িয়ে খুনের ঘটনায় জা-কে গ্রেফতার করল পুলিস। পলাতক অভিযুক্ত দেওর। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বরানগরে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে এলাকায়।
বরানগর পুরসভার লেকভিউ পার্ক অঞ্চলের বাসিন্দা ছিলেন শ্যামলী দাস। অভিযোগ, রবিবার রাতে বড় জা শ্যামলী দাসের গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন ছোট জা সুস্মিতা। অগ্নিদগ্ধ অবস্থায় ওই গৃহবধূকে উদ্ধার করেন এলাকাবাসী। কলকাতার এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। সেখানেই মৃত্যু হয় শ্যামলী দাসের।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই দুই পরিবারের মধ্যে অশান্তি চলছিল। মালতি দাস ও তাঁর দুই সন্তানের সঙ্গে শ্যামলী দাসদের পারিবারিক বিবাদ চলছিল। এরপরই রবিরার রাতে এই ঘটনা। তাঁরা জানান, সেদিন রাতে শ্যামলী দাসকে গায়ে আগুন লাগা অবস্থায় ছুটতে দেখেন। সঙ্গে সঙ্গেই তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
আরও পড়ুন, একদিন পর খোঁজ মিলতেই সিঁথি থানা কাণ্ডে বয়ান বদল প্রত্যক্ষদর্শী আসুরা বিবির
আরও পড়ুন, শরীর ভেসে যাচ্ছে রক্তে! সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে ধর্ষণ পড়শি যুবকের
এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতেই অভিযুক্ত সুস্মিতা দাসকে গ্রেফতার করেছে বরানগর থানার পুলিস। তবে দেওর চন্দন দাস পলাতক। তাঁর খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিস। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস।