'কেউ প্রভাবিত করছেন', মতুয়াদের প্রতারণা প্রসঙ্গে Biswajit-কে পাল্টা Shantanu

"সরাসরি মতুয়াদের (Matua) জিজ্ঞাসা করলেই তো পরিষ্কার হয়ে যাবে যে কে প্রতারণা করছে! আর কে কী করছে!"

Updated By: Feb 12, 2021, 05:48 PM IST
'কেউ প্রভাবিত করছেন', মতুয়াদের প্রতারণা প্রসঙ্গে Biswajit-কে পাল্টা Shantanu
নিজস্ব চিত্র

নিজস্ব প্রতিবেদন : তাঁর বিরুদ্ধে মতুয়াদের ব্ল্যাকমেল করার মত গুরুতর অভিযোগ এনেছেন বিশ্বজিৎ দাস (Biswajit Das)। এবার বনগাঁ উত্তরের বিধায়কের বিরুদ্ধে পাল্টা মুখ খুললেন বনগাঁ সাংসদ শান্তনু ঠাকুর (Shantanu Thakur)। তোপ দাগলেন, "বিশ্বজিৎ দাসকে আমার বিরুদ্ধে বলার জন্য কেউ প্রভাবিত করছেন। কারা প্রভাবিত করছেন, সেটা বিশ্বজিৎ দাস আগে বলুক।"

সেইসঙ্গে ব্ল্যাকমেল প্রসঙ্গে শান্তনু ঠাকুর (Shantanu Thakur) বলেন, " CAA আমি আনিনি। এনেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। পরোক্ষে বিশ্বজিৎ দাস (Biswajit Das) স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে অপমান করছেন।" বিজেপি বনগাঁ সাংগঠনিক জেলা তৈরির প্রসঙ্গেও তাঁর সাফ কথা, "দল মনে করেছে বলে করেছে। দল মনে করেছে বলেই মতুয়াদের বার্তা দিতে এসেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী। এখন নিজেকে জনপ্রতিনিধি বলে উনি এমন মন্তব্য করছেন! এমন মন্তব্য করলে তো আগামী দিনে জনপ্রতিনিধির ক্ষেত্র তৈরি হতেই সমস্যা হবে।" কটাক্ষের সুরে আরও বলেন, "সরাসরি মতুয়াদের (Matua) জিজ্ঞাসা করলেই তো পরিষ্কার হয়ে যাবে যে কে প্রতারণা করছে! আর কে কী করছে!"

প্রসঙ্গত, বিজেপিতে হঠাত্ই 'বেসুরো' বিধায়ক বিশ্বজিৎ দাস (Biswajit Das)। 'মতুয়াদের ব্ল্যাকমেল করা হচ্ছে,' এমনই বিস্ফোরক অভিযোগ করেছেন বনগাঁ উত্তরের বিজেপি বিধায়ক। সরাসরি তোপ দেগেছেন বনগাঁ সাংসদ শান্তনু ঠাকুরের (Shantanu Thakur) বিরুদ্ধে। বলেন, "যাঁরা ভোট দিয়েছেন, তাঁরা সবাই নাগরিক। শান্তনু ঠাকুর মতুয়াদের নিয়ে রাজনীতি করছেন। দলকে ব্ল্যাকমেইল করছেন। নিজের স্বার্থ ছাড়া মতুয়াদের (Matua) কথা ভাবছেন না। ভ্যাকসিনেশন শেষ হতে প্রায় ৫ বছর লাগবে। তাহলে মতুয়ারা নাগরিকত্ব কি সেদিন পাবে? মতুয়াদের ব্ল্যাকমেল করা হচ্ছে।"

আরও পড়ুন, Dinesh Trivedi আমার দাদার মত: অর্জুন, আত্মসম্মান সম্পন্ন কেউ TMC-তে থাকতে পারবে না: কৈলাস

শাহের সভার পরই 'মতুয়াদের ব্ল্যাকমেল' তোপ, 'বেসুরো' BJP বিধায়ক বিশ্বজিৎ

.