Rohingya: বাংলাদেশ থেকে অসম হয়ে শিলিগুড়ি, দিল্লির ট্রেনে ওঠার আগে আটক ৭ রোহিঙ্গা
শুধুমাত্র জুবেরের পরিচয়পত্র পাওয়া গেলেও আটক মহিলাদের কোনও পরিচয়পত্র পাওয়া য়ায়নি
নিজস্ব প্রতিবেদন: শিলিগুড়ির এনজেপি স্টেশন থেকে আটক ৭ রোহিঙ্গা। বুধবার তাদের স্টেশন চত্বরে ঘুরতে দেখে আটক করে রেল পুলিস।
আটক ওইসব রোহিঙ্গাদের মধ্যে ৬ জন মহিলা ও একজন পুরুষ। চাইল্ড হেল্পলাইন-এর সাহায্যে তাদের জিজ্ঞাসাবাদ করে রেল পুলিস। তখনই তাদের কথায় বেশকিছু অসংগতি বেড়িয়ে পড়ে।
রেল পুলিস সূত্রে খবর, ধৃতরা জানিয়েছে বাংলাদেশ সীমান্ত পার করে অসম হয়ে ট্রেনে দিল্লি পৌঁছনোর পরিকল্পনা ছিল তাদের। জিআরপিকে তারা আরও জানায় এনজেপি স্টেশন সম্পর্কক্রান্তি এক্সপ্রেস দিল্লি যাওয়ার কথা। সেই ট্রেন ধরার জন্যই এনজেপি স্টেশনে অপেক্ষা করছিল তারা।
আটক মহিলারা রেল পুলিসকে জানায়, তাদের দিল্লি নিয়ে যাচ্ছিল মহম্মদ জুবের নামে তাদের ওই পুরুষসঙ্গী। তবে কী উদ্দেশ্য়ে তাদের দিল্লি নিয়ে যাওয়া হচ্ছিল তা অবশ্য জানা যায়নি।
এদিকে, শুধুমাত্র জুবেরের পরিচয়পত্র পাওয়া গেলেও আটক মহিলাদের কোনও পরিচয়পত্র পাওয়া য়ায়নি। ধৃতদের দাবি, বাংলাদেশ থেকে অসমে ঢুকেছিল তারা। কিন্তু পুলিসের দাবি,তাদের কথায় বেশকিছু অসংগতি রয়েছে। ধৃতদের আজ জলপাইগুড়ি আদালতে তোলা হয়।
আরও পড়ুন-বিজেপির সমর্থনে পুরবোর্ড গঠন তৃণমূলের! বহিষ্কৃত 'বিক্ষুদ্ধ'রা