Rescheduling Of Trains: ফের ট্রেনের সময়সূচিতে বদল! জেনে নিন, দিঘার ট্রেনের ক্ষেত্রে বড় কী বদল এল...
Rescheduling Of Trains: বেশ কয়েকদিন ধরেই রেলের নানা সমস্যার মুখোমুখি হচ্ছেন সাধারণ মানুষ। সদ্য কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুর্ঘটনার পর থেকেই এই অংশে নানা সমস্যার মুখোমুখি হচ্ছেন রেলযাত্রীরা।
অয়ন ঘোষাল: কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুর্ঘটনার পরে বেশ কয়েকদিন ধরেই রেলে নানা অদল-বদল ঘটছে। ফলে নানা সমস্যার মুখোমুখি হচ্ছেন সাধারণ মানুষ, নিত্যযাত্রীরা। গত কয়েকদিন ধরেই রেল দফায় দফায় নানা রুটে ট্রেন বাতিল বা ট্রেনের সময়সূচি বদলের কথা ঘোষণা করেছে। এবার এই ঘোষণা এল দিঘার ট্রেনের বিষয়ে।
ক) ১২৮৫৭ হাওড়া-দিঘা তাম্রলিপ্ত এক্সপ্রেস আজ, বৃহস্পতিবার ২০ জুন হাওড়া থেকে ছাড়ার কথা ছিল সকাল ৬.৪৫ মিনিটে, তা ছেড়েছে সকাল ৮টায়।
খ) ১২৮৫৮ দিঘা-হাওড়া তাম্রলিপ্ত এক্সপ্রেস আজ, বৃহস্পতিবার ২০ জুন দিঘা থেকে ১০.৩৫ মিনিটে ছাড়ার কথা ছিল, ছাড়ছে ১১টা ৫০ মিনিটে।
গ) ২২৮৯৭ হাওড়া-দিঘা কাণ্ডারী এক্সপ্রেস আজ, বৃহস্পতিবার ২০ জুন হাওড়া থেকে ছাড়ার কথা আছে বিকেল ৩টে ৪০ মিনিটে, ছাড়ার কথা ছিল ২টো ২৫ মিনিটে।
ঘ) ২২৮৯৮ দিঘা-হাওড়া কাণ্ডারী এক্সপ্রেস আজ, বৃহস্পতিবার ২০ জুন দিঘা থেকে ছাড়ার কথা আছে সন্ধে ৭টা ৪০ মিনিটে। ট্রেনটির সময় ছিল সন্ধে ৬টা ২৫ মিনিট।
প্রসঙ্গত, এর আগেও করসপন্ডিং ট্রেন লেটে চলার কারণে বেশ কিছু ট্রেনে সময়সূচি বদলেছিল। আর একবার দেখে নেওয়া যাক, কোন কোন ট্রেনের ক্ষেত্রে এটা ঘটেছিল।
১) ১৩১৪৭ শিয়ালদহ-বামনহাট উত্তরবঙ্গ এক্সপ্রেস
ট্রেনটি আজ ২০ জুন শিয়ালদা ছাড়বে রাত দুটোর সময়ে। ছাড়ার কথা ছিল সন্ধে ৭টা ৪০ মিনিটে।
২) ১৩১৪৯ শিয়ালদহ-আলিপুরদুয়ার কাঞ্চনকন্যা এক্সপ্রেস
২০ জুন রাত ১২টা ১৫ মিনিটে এটি ছাড়বে। ছাড়ার কথা ছিল ১৯ জুন রাত ৮টা ৩৫ মিনিটে।
৩) ১২৩৭৭ শিয়ালদহ-নিউ আলিপুরদুয়ার পদাতিক এক্সপ্রেস
২০ জুন ভোর ৩টে ৩০ মিনিটে ছাড়বে, ছাড়ার কথা ছিল ১৯ জুন ১১টা ২০ মিনিটে।
৪) ১২৩৪৫ হাওড়া-গুয়াহাটি সরাইঘাট এক্সপ্রেস
আজ হাওড়া থেকে ট্রেনটি ছাড়ল ভোর ৫টার সময়ে, ছাড়ার কথা ছিল গতকাল বিকেল ৪টে ০৫ মিনিটে।
এ ছাড়াও শিডিউল বদলেছিল ১২০৪১ হাওড়া-নিউ জলপাইগুড়ি শতাব্দী এক্সপ্রেসের, ১৩১৪১ শিয়ালদহ-নিউ আলিপুরদুয়ার তিস্তা তোর্সা এক্সপ্রেসেরও।
তবে এই সব বিজ্ঞপ্তি জারি করে রেল জানায়, এই ধরনের পরিবর্তনের কারণে রেলযাত্রীদের যে অসুবিধা হয়, সেজন্য তারা দুঃখিত।
যাই হোক, অতএব বোঝাই যাচ্ছে, দিঘা যাওয়া বা দিঘা থেকে আসা-- কোনওটাই বন্ধ থাকছে না। তবে ট্রেনের সময়সূচি বদললে যাওয়ায় ভ্রমণে কিছু বৈপরীত্য ঘটবে, অসুবিধা হবে যাত্রীদের।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)