মুখে অশ্রাব্য ভাষা, চাকরি খাওয়ার হুমকি! থানায় ঢুকে দাদাগিরি মহকুমাশাসকের

মহকুমাশাসকের নির্দেশ মানেননি আইসি। তারপরই থানায় ঢুকে হম্বিতম্বি শুরু করেন মহকুমাশক।

Updated By: Nov 17, 2018, 11:27 AM IST
মুখে অশ্রাব্য ভাষা, চাকরি খাওয়ার হুমকি! থানায় ঢুকে দাদাগিরি মহকুমাশাসকের

নিজস্ব প্রতিবেদন : থানায় ঢুকে দাদাগিরি সরকারি অফিসারের। দাদাগিরির সিসিটিভি ফুটেজ সামনে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে সব মহলে। ঘটনাটি বীরভূমের রামপুরহাটের।

আরও পড়ুন, পাঁচ বছর প্রেমের পর বিয়ে, স্ত্রীর মাথা থেঁতলে খুন করে থানায় আত্মসমর্পণ স্বামীর

শুক্রবার আচমকাই রামপুরহাট থানায় যান রামপুরহাট মহকুমা শাসক শ্রুতিরঞ্জন মোহান্তি। অভিযোগ, থানার ঢুকেই কর্তব্যরত অফিসারের অশ্রাব্য ভাষায় হুমকি দিতে শুরু করেন তিনি। ছুঁড়ে ফেলে দেন খাতাপত্র। এমনকি, চাকরি থেকে ছাঁটাই করা হবে, বরখাস্ত করা হবে বলেও হুমকি দিতে থাকেন। কয়েদিদের ছেড়ে দেওয়ারও নির্দেশ দেন তিনি। রামপুরহাট থানার সিসিটিভি ক্যামেরায় ধড়া পরে এই ছবি। দেখুন-

আরও পড়ুন, চলন্ত ট্রেনে উঠতে গিয়ে পড়ে গেলেন যাত্রী, নাটকীয় রক্ষা, দেখুন ভিডিও

সূত্রে খবর,  আজ রামপুরহাটে একটি আদিবাসীদের সংগঠন কাজের দাবিতে বিক্ষোভ দেখাচ্ছিল।  রামপুরহাট মহকুমা শাসক আইসি-কে ফোন করে সকলকে গ্রেফতার করার নির্দেশ দেন তিনি। কিন্তু মহকুমাশাসকের সেই নির্দেশ মানেননি আইসি। আর তাতেই ক্ষুব্ধ হন মহকুমাশাসক। তারপরই থানায় ঢুকে শুরু করেন হম্বিতম্বি।

আরও পড়ুন, বর-কনে তৈরি, মন্ত্র পড়ে চারহাত এক হওয়ার অপেক্ষা, এমন সময় বিয়েবাড়িতে ছন্দপতন

এই ঘটনায় জেলাশাসকের কাছে মহকুমাশাসকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন পুলিশ সুপার। অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত মহকুমা শাসকের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে প্রশাসন সূত্রে খবর।

.