সাত মহাদেশ জয় করে ঘরে ফিরলেন সত্যরূপ

সেভেন সামিট সেরে শহরের মাটিতে পা দিয়েই ২৪ ঘণ্টার সঙ্গে কথা বললেন সত্যরূপ। সরাসরি জানালেন তাঁর নেক্সট টার্গেট কী? পাপুয়া নিউগিনি, ইরান ও মেক্সিকোয় তিন আগ্নেয়গিরি জয়ই এবার লক্ষ্য সাত শৃঙ্গ জয়ীর।

Updated By: Jan 22, 2018, 06:36 PM IST
সাত মহাদেশ জয় করে ঘরে ফিরলেন সত্যরূপ

নিজস্ব প্রতিবেদন : সাত মহাদেশ জয় করে ফিরলেন সত্যরূপ সিদ্ধান্ত। ১৬ই ডিসেম্বর আন্টার্কটিকার সর্বোচ্চ শৃঙ্খ ভিনসেন্ট ম্যাসিফে পা রাখেন তিনি। এর সঙ্গেই সাত মহাদেশের সাত শৃঙ্গ জয়ের বিরল কৃতিত্ব অর্জন করেন তিনি। কিন্তু, এখানেই থেমে থাকেনি সত্যরূপ। ১৬ই জানুয়ারি পৌছে যান সর্বোচ্চ আগ্নেয়গিরি ওজোস ডেল সালডোয়। ১১১ কিলোমিটার স্কি করে দক্ষিণ মেরুর শেষ বিন্দুতেও তিনি পৌঁছে গিয়েছেন অবলীলায়।

সেভেন সামিট সেরে শহরের মাটিতে পা দিয়েই ২৪ ঘণ্টার সঙ্গে কথা বললেন সত্যরূপ। সরাসরি জানালেন তাঁর নেক্সট টার্গেট কী? পাপুয়া নিউগিনি, ইরান ও মেক্সিকোয় তিন আগ্নেয়গিরি জয়ই এবার লক্ষ্য সাত শৃঙ্গ জয়ীর।

আরও পড়ুন- গো সেবায় প্রশিক্ষণ শিবির এবার রাজ্যেও

তিনি বলেন, ''স্বপ্ন শুধু দেখাই নয়, স্বপ্নকে তাড়া করতে হয়। তবেই ছুঁয়ে ফেলা যায় সেই স্বপ্ন।'' দীর্ঘদিনের লালিত সেই স্বপ্ন আঁকড়ে ধরতে অতি বড় স্বপ্নসন্ধানী যে হতেই হয়। পদে পদে বিপদ। দুর্গমকে চ্যালেঞ্জ করার নেশা। জয় করার ইচ্ছা। সঙ্গে রয়েছে স্বপ্ন। আর সেই ইচ্ছে ও স্বপ্নকে কীভাবে মিলিয়ে মিশিয়ে এক করে দিতে হয়, তারই আরেক নাম সত্যরূপ সিদ্ধান্ত। দুর্গম থেকে আরও দুর্গমকে হেলায় জয় করছেন এই পর্বতারোহী।

সাত মহাদেশের সাত সর্বোচ্চ শৃঙ্গ জয়। বিশ্বের সর্বোচ্চ আগ্নেয়গিরির চূড়ায় পা। ১১১ কিলোমিটার স্কি করে দক্ষিণ মেরুর শেষ বিন্দুতে পৌঁছনো। সব মিলিয়ে অ্যাডভেঞ্চারাস গ্র্যান্ডস্লামের আরও কাছে পৌঁছে গেছেন বহরমপুরের এই ইঞ্জিনিয়ার।

তবে, এখানেই থামতে চান না তিনি। পরাজয় নামক শব্দটাই যেন তাঁর অভিধানে নেই। হেরে যাওয়ার শব্দ তাঁর অস্থিমজ্জায় স্থান পায় না। তাই তো ফের অ্যাডভেঞ্চারের নেশাতুর রাস্তায় পা রাখতে তৈরি সত্যরূপ। উত্তর মেরু জয় করলেই ছুঁয়ে ফেলবেন অ্যাডভেঞ্চারাস গ্র্যান্ডস্লাম। তার সঙ্গেই পা রাখতে চান সাত মহাদেশের সাত আগ্নেয়গিরির চূড়ায়।

ইতিমধ্যেই ৩ মহাদেশের ৩ আগ্নেয়গিরির চূড়ায় পা রেখেছেন তিনি। বাকি আরও ৪ মহাদেশের ৪ আগ্নেয়গিরি। পাপুয়া নিউগিনি, ইরান, মেক্সিকো এবং আন্টার্কটিকার মাউন্ট সেডলি।

ওই দূরে অপেক্ষা করে রয়েছে আরও বড় চ্যালেঞ্জ। সেভেন ভলক্যানিক সামিট কমপ্লিট করলেই সত্যরূপ সিদ্ধান্ত হবেন ভারতের একমাত্র পর্বতারোহী, যিনি একইসঙ্গে সেভেন সামিট এবং সেভেন ভলক্যানিক সামিট জয়ের বিরল কৃতিত্ব অর্জন করবেন।

.