Sarada Devi's Birthday: জয়রামবাটি ও কামারপুকুরে সাড়ম্বরে উদযাপিত মা সারদার জন্মতিথি...
Ma Sarada Devi's 171st Janmatithi Celebration: মা সারদার ১৭১ তম জন্মতিথি উপলক্ষে বুধবার সকাল থেকেই জমজমাট মা সারদার জন্মস্থান জয়রামবাটি। মা সারদার জন্মতিথি উপলক্ষে কামারপুকুরেও বিশেষ পূজার্চনা।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মা সারদার ১৭১ তম জন্মতিথি উপলক্ষে আজ, বুধবার সকাল থেকেই জমজমাট মা সারদার পুণ্য জন্মভূমি বাঁকুড়ার জয়রামবাটি। এদিন ভোর থেকে বিভিন্ন উপচারের মধ্যে দিয়ে জয়রামবাটি মাতৃমন্দিরে শুরু হয় মা সারদার জন্মতিথি উদযাপন।
আরও পড়ুন: Maa Sarada Birthday: মায়ের ১৭১ তম জন্মতিথিতে বাগবাজার থেকে বেলুড় মঠে ভক্তের ঢল!
বুধবার ভোরে মাতৃমন্দিরে মঙ্গলারতির মধ্যে দিয়ে সেই উৎসবের সূচনা করেন সন্ন্যাসীরা। এরপর বেদমন্ত্র পাঠ, স্তবগান এবং মা সারদার বিশেষ পুজো হয়। সকালে স্থানীয় মানুষজন ও পুণ্যার্থী-ভক্তদের সঙ্গে নিয়ে জয়রামবাটি মাতৃমন্দির থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বেরোয়। সেই শোভাযাত্রা জয়রামবাটি গ্রামটি প্রদক্ষিণ করে।
এছাড়াও দিনভর রয়েছে নানা আয়োজন। ভোরে সানাই বাদন, তারপর ভক্তিগীতি, মাতৃসঙ্গীত। পরে বিশেষ পুজো হোম ও পাঠের আয়োজন রয়েছে মাতৃমন্দিরে। বিশেষ এই দিনে প্রতিবারের মতো এ বারেও রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য ভক্ত ভিড় জমিয়েছেন মায়ের পবিত্র জন্মভূমি জয়রামবাটিতে।
আরও পড়ুন: Ram Mandir Ayodhya: 'রামলালার প্রাণ প্রতিষ্ঠার দিন প্রদীপ জ্বালান ঘরে', 'অক্ষত' হাতে আবেদন বাংলায়...
এদিকে শ্রীশ্রীমা সারদার ১৭১ তম জন্মতিথি উপলক্ষে সকাল থেকেই পুণ্যভূমি কামারপুকুরে বিশেষ পূজার্চনা শুরু হয়েছে। সকাল থেকেই মঙ্গল আরতির মাধ্যমে পূজার্চনার সূচনা হয়। রামকৃষ্ণদেবের মাটির বাড়িতে চলছে বিশেষ পুজোপাঠ। এই বাড়িতেই মা সারদা বিবাহের পর থেকে বসবাস করতেন। মাটির বাড়িটিও সাজিয়ে তোলা হয়েছে। কামারপুকুর রামকৃষ্ণ মঠের ভিতরে ভক্তিগীতি ও ভজন চলছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পুণ্যার্থীদের ঢল নেমেছে কামারপুকুরে। দেশের ও রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ভক্ত সমাগম হয়েছে কামারপুকুরেও।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)