কংগ্রেস ছেড়ে তৃণমূলে নাম লেখাতে চলেছেন সাবিনা ইয়াসমিন

স্বাধীনতার পর প্রথম মুসলিম মহিলা মন্ত্রী সাবিনা ইয়াসমিন। 

Updated By: Jun 27, 2018, 11:55 PM IST
কংগ্রেস ছেড়ে তৃণমূলে নাম লেখাতে চলেছেন সাবিনা ইয়াসমিন

নিজস্ব প্রতিবেদন: মালদহ কংগ্রেসে ফের ভাঙন। এবার কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিচ্ছেন মোথাবাড়ির বিধায়ক সাবিনা ইয়াসমিন। সম্ভবত একুশে জুলাই তৃণমূলে যোগ দেবেন সাবিনা। সাম্প্রতিক পঞ্চায়েত ভোটে মালদহে কংগ্রেসকে ছাপিয়ে দ্বিতীয় স্থানে উঠে আসে বিজেপি। এবার সাবিনার মতো নেত্রী দল ছাড়তে চলায় মালদহ কংগ্রেসে বড় ধাক্কা বলে মত রাজনৈতিক মহলের একাংশের।        

লোকসভা ভোটের আগে প্রদেশ কংগ্রেসে ফের ভাঙন। এবার রাহুল গান্ধীর দল ছেড়ে দিদির দলে নাম লেখাতে চলেছেন কংগ্রেস বিধায়ক সাবিনা ইয়াসমিন। ২১ জুলাইয়ের মঞ্চেই হাতে তুলে নেবেন ঘাসফুলের পতাকা। একুশে জুলাই-ই মুর্শিদাবাদের তিন কংগ্রেস বিধায়কের ঘাসফুলে যোগ দেওয়ার কথা।  

মালদহ জেলা পরিষদের সভাপতি ছিলেন সাবিনা ইয়াসমিন। ২০১১ সালে কংগ্রেস-তৃণমূল জোট সরকারে মন্ত্রীও হয়েছিলেন। স্বাধীনতার পর প্রথম মুসলিম মহিলা মন্ত্রী সাবিনা ইয়াসমিন। ২০১৬ সালেও মোথাবাড়ি থেকে জয়ী হয়েছেন তিনি। ২০০২ সালে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর করেছেন সাবিনা ইয়াসমিন। ২০০৮ সালে মালদহ জেলা পরিষদে কালিয়াচক-১ কেন্দ্রে বাম প্রার্থী রেখা বিবিকে ৮৯৯৯টি ভোটে পরাজিত করে শিরোনামে আসেন সাবিনা। 

আরও পড়ুন- ভারতীয় সেনার হামলায় বিধস্ত পাক জঙ্গিরা, সার্জিক্যাল স্ট্রাইকের এক্সক্লুসিভ ভিডিও

 

.