কন্যাশ্রীর ব্র্যান্ড অ্যাম্বাসাডর রুমানা সুলতানা, ঘোষণা মুর্শিদাবাদের জেলাশাসকের

এবারের উচ্চমাধ্যমিকে এককভাবে সর্বোচ্চ নম্বর পেয়েছেন তিনি।

Updated By: Jul 23, 2021, 10:40 PM IST
কন্যাশ্রীর ব্র্যান্ড অ্যাম্বাসাডর রুমানা সুলতানা, ঘোষণা মুর্শিদাবাদের জেলাশাসকের

নিজস্ব প্রতিবেদন: এবারের উচ্চমাধ্যমিকে এককভাবে সর্বোচ্চ নম্বর পেয়েছেন। জেলা প্রশাসনের তরফে স্রেফ সংবর্ধনাই নয়, রাজ্য সরকারের কন্যাশ্রী প্রকল্পের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হচ্ছেন মুর্শিদাবাদের রুমানা সুলতানা। জেলাশাসক শরদকুমার দ্বিবেদী বললেন, 'আমরা চেষ্টা করব, ওঁর কৃতিত্বকে কাজে লাগিয়ে বাকি পড়ুয়াদেরও অনুপ্রাণিত করতে'।

করোনা কারণে এবার মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা হয়নি। মূল্যায়ণ পদ্ধতিতে প্রকাশিত হয়েছে ফলাফল। মাধ্যমিকে সর্বোচ্চ নম্বর পেয়েছে ৭৯ জন! উচ্চমাধ্যমিকে সেই কৃতিত্ব কিন্তু শুধুমাত্র রুমানা সুলতানার। বাবা-মা দু'জনেই সরকারি স্কুলের শিক্ষক। কান্দির রাজা মণীন্দ্রচন্দ্র উচ্চ বালিকা বিদ্যালয়ের ছাত্রী রুমানা। ৫০০ তে সর্বোচ্চ নম্বর ৪৯৯ পেয়েছেন তিনি। 

আরও পড়ুন: দাদুর সঙ্গে দেখা করতে সীমান্ত পেরিয়ে এপারে বাংলাদেশি নাবালক, ফেরার পথেই বিপত্তি

এদিন বহরপুরে মুর্শিদাবাদ জেলা প্রশাসনের তরফে সংবর্ধনা দেওয়া হল রুমানাকে। সংবর্ধনা পেলেন জেলার আর এক কৃতি ছাত্রী প্রীতম চক্রবর্তীও। সেই অনুষ্ঠানেই রুমানা সুলতানাকে কন্যাশ্রী প্রকল্পের ব্র্যান্ড অ্যাম্বাসাডর ঘোষণা করলেন জেলাশাসক শরদকুমার দ্বিবেদী। বললেন, 'এটা খুবই গর্বের বিষয়। আমাদের সরকারি প্রকল্পে কন্যাশ্রী প্রকল্পের আওতায় এক ছাত্রী প্রথম স্থান অধিকার করেছেন। ওঁর চিন্তাভাবনা আমরা সমস্ত কন্যাশ্রী পড়ুয়াদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। এটাও চেষ্টা করব, ওঁর কৃতিত্বকে কাজে লাগিয়ে বাকি পড়ুয়াদেরও অনুপ্রাণিত করতে'। 

মুর্শিদাবাদ জেলা প্রশাসনের সংবর্ধনা অনুষ্ঠানে আপ্লুত রুমানা নিজেও। কৃতী ছাত্রীটির কথায়, 'এই লড়াই আমার একার ছিল না। প্রশাসন আমাকে তাদের লড়াইয়ে সঙ্গে নিয়েছে। অত্যন্ত গর্ব অনুভব করছি। আমার কথায় যদি অন্য কারও কেরিয়ার গড়তে সাহায্য করে, তাহলে কৃতজ্ঞ থাকব'। 

(Zee 24 Ghanta App : দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.