Royal Bengal Tiger : এক লাফে মিলিয়ে গেল জঙ্গলে! বর্ষশেষে বাঘের আতঙ্ক গোসাবায়
আতঙ্কে কার্যত ঘরবন্দি স্থানীয় বাসিন্দারা।
নিজস্ব প্রতিবেদন: বর্ষশেষে ফের বাঘের আতঙ্ক! স্রেফ পায়ের ছাপই নয়, এবার রয়্যাল বেঙ্গল টাইগারের (Royal Bengal Tiger) দেখাও মিলল। এলাকায় জাল পেতেছেন বনকর্মীরা। গ্রামবাসীদের সতর্ক করতে চলছে মাইকিং। কুলতলি পর এবার গোসাবায় (Gosaba)।
ঘটনার সূত্রপাত এদিন সকালে। স্থানীয় বাসিন্দাদের দাবি, গোসাবার সাতজেলিয়া গ্রাম পঞ্চায়েতের চরঘেরি এলাকায় মাছ ধরতে দিয়েছিলেন কয়েকজন মৎস্যজীবী। বেশ কয়েকটি জায়গায় বাঘের পায়ের ছাপ দেখতে পান তাঁরা। এমনকী, গর্জনও শোনা যায়! ঘটনাকে কেন্দ্র তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। প্রথমে পটকা ফাটিয়ে বাঘটি তাড়ানোর চেষ্টা করেন গ্রামবাসীরাই।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছন বনকর্মীরা। যদি লোকালয়ে ঢুকে পড়ে! সেই আশঙ্কায় যখন গ্রামের সীমানায় জাল লাগানোর কাজ চলছিল, তখনই এক জঙ্গল থেকে অন্য জঙ্গলে চলে যেতে দেখা যায় বাঘটিকে। তারপর অবশ্য দীর্ঘক্ষণ কেটে গিয়েছে। এখনও পর্যন্ত বাঘের হদিশ মেলেনি। জঙ্গলে জাল পেতে অপেক্ষা করছেন বনকর্মীরা। আতঙ্কে কার্যত ঘরবন্দি স্থানীয় বাসিন্দারা।
কয়েক দিন আগেই কুলতলিতে বাঘ দেখেছিলেন স্থানীয় কয়েকজন। গ্রামের চারপাশে পায়ে ছাপ তো ছিলই, সেবারও রাতভর শোনা গিয়েছিল গর্জন। ৬ দিন পর ঘুমপাড়ানি গুলিতে রয়্যাল বেঙ্গল টাইগার-কে খাঁচাবন্দি করেছিলেন বনকর্মীরা।