সোনারপুরের পর খড়দা, গোল্ড ফিনান্স অফিসে ডাকাতি করতে এসে মহিলাকে গুলি
সোনারপুরের রেশ কাটেনি। এবার খড়দায় ডাকাতি করতে এসে মহিলাকে গুলি। গোল্ড ফিনান্স অফিসে সাতসকালে হানা ডাকাতদলের। সকাল নটা কুড়ি নাগাদ খড়দার অরুণাচলে সংস্থার অফিসের বাইরে পৌঁছয় তিন দুষ্কৃতী। সেইসময় সবে খুলছে অফিস। ভিতরে ঢুকছেন সিকিউরিটি গার্ড ও দুই কর্মী। নিরাপত্তা কর্মীর দাবি দরজা খোলার পরেই হুড়মুড়িয়ে জনা তিনেক দুষ্কৃতী ঢুকে পড়ে।
ওয়েব ডেস্ক : সোনারপুরের রেশ কাটেনি। এবার খড়দায় ডাকাতি করতে এসে মহিলাকে গুলি। গোল্ড ফিনান্স অফিসে সাতসকালে হানা ডাকাতদলের। সকাল নটা কুড়ি নাগাদ খড়দার অরুণাচলে সংস্থার অফিসের বাইরে পৌঁছয় তিন দুষ্কৃতী। সেইসময় সবে খুলছে অফিস। ভিতরে ঢুকছেন সিকিউরিটি গার্ড ও দুই কর্মী। নিরাপত্তা কর্মীর দাবি দরজা খোলার পরেই হুড়মুড়িয়ে জনা তিনেক দুষ্কৃতী ঢুকে পড়ে।
গার্ডের হাতে কোনওরকম অস্ত্র পর্যন্ত ছিল না। অভিযোগ, সিকিউরিটি গার্ড এবং দুই কর্মীকে গান পয়েন্টে ভল্ট রুমে নিয়ে যায় দুই ডাকাত। বাইরে পাহারায় থাকে এক জন। ভল্ট রুমে হাঁটু গেড়ে বসানো হয় কর্মীদের। মাথায় ঠেকানো বন্দুক। তখন লোনের টাকা দিতে অফিসের ভিতরে চলে আসেন এক মহিলা। সব দেখেশুনে তখন কার্যত হতভম্ব তিনি। কিছু বুঝে ওঠার আগেই, দুষ্কৃতীরা গুলি চালিয়ে দেয় তাঁকে লক্ষ্য করে। কপাল ঘেঁষে বেরিয়ে যায় গুলিটি। তা সিলিংয়ে গিয়ে লাগে।
যে বাড়ির দোতলায় অফিস, তারই তিনতলার এক বাসিন্দার কানে যায় গুলির আওয়াজ। এরপর চিত্কার-চেঁচামেচি শুরু হতেই চম্পট দেয় ডাকাতদল। প্রত্যক্ষদর্শীদের দাবি, বেরনোর সময় তিন জনের হাতে ভারী ব্যাগ ছিল।
আরও পড়ুন, রাজ্যের ২৩ তম জেলা হিসেবে আত্মপ্রকাশ করল পশ্চিম বর্ধমান