Sonarpur Decoity: ভরসন্ধেয় সোনার দোকানে ডাকাতি-গুলি, আতঙ্ক সোনারপুরে

ডাকাতি ধরতে গেলে শূন্য়ে গুলি।  বন্দুকের বাটে আঘাতে জখম দোকান মালিক।

Updated By: Oct 13, 2023, 10:25 PM IST
Sonarpur Decoity: ভরসন্ধেয় সোনার দোকানে ডাকাতি-গুলি, আতঙ্ক সোনারপুরে

তথাগত চক্রবর্তী: পুজোর মুখে ভরসন্ধেয় ফের সোনার দোকানে ডাকাতি, গুলি। বন্দুকের বাটে আঘাতে জখম দোকান মালিক। আতঙ্ক ছড়াল দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরে। 

আরও পড়ুন:  Raidighi: 'আত্মহত্যা করে দেখাও, তারপর বুঝব', বলে স্ত্রী! ভিডিয়ো কলে আত্মঘাতী স্বামী

স্থানীয় সূত্রের খবর, ঘড়িতে সাড়ে আটটা নাগাদ। সোনারপুরের বারেন্দ্রপাড়ায় একটি সোনার দোকানে দুটি বাইকে চেপে আসে ৪ জন। অভিযোগ, দোকানে ঢুকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে লুঠপাট চালায় তারা। বন্দুকের বাট দিয়ে মারধর করা হয় দোকান মালিককে। এরপর পালিয়ে যাচ্ছিল, তখন ওই দুষ্কৃতীদের ধরতে যান স্থানীয় অটোচালকরা। তখন শূন্য়ে গুলি চালায় ডাকাত।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিস। ততক্ষণে অবশ্য চম্পট দিয়েছে ডাকাতরা। সোনারপুরে সোনার দোকানে ডাকাতি ঘটনা ঘটেছে। আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা।

আরও পড়ুন: Durga Puja 2023 Weather: পুজোর সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী কেমন থাকবে আকাশ? স্পষ্ট জানাল হাওয়া অফিস!

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল) 

.