ডাকাতি করতে এসে হাতেনাতে গ্রেফতার ৯ কুখ্যাত ডাকাত

বারুইপুরে বড়সর ডাকাতির ছক ভেস্তে দিল পুলিস। কারখানায় ডাকাতি করতে এসে হাতেনাতে ধরা পড়ল ৯ কুখ্যাত ডাকাত। বারুইপুর কৃষ্ণমোহন স্টেশনের পাশে ডাকাতি করলতে জড়ো হয় আব্দুল হাই পুরকাইত ওরফে লাল্টু ও তাঁর গ্যাং। খবর পেয়ে স্টেশনের কাছে একটি অন্ধকার এলাকায় হানা দেয় জেলা পুলিসের স্পেশাল অপারেশন গ্রুপ আর বারুইপুর থানার পুলিস। পালাতে গিয়েও ধারা পরে যায় ৯ ডাকাত।

Updated By: Nov 21, 2017, 08:51 AM IST
ডাকাতি করতে এসে হাতেনাতে গ্রেফতার ৯ কুখ্যাত ডাকাত

নিজস্ব প্রতিবেদন: বারুইপুরে বড়সর ডাকাতির ছক ভেস্তে দিল পুলিস। কারখানায় ডাকাতি করতে এসে হাতেনাতে ধরা পড়ল ৯ কুখ্যাত ডাকাত। বারুইপুর কৃষ্ণমোহন স্টেশনের পাশে ডাকাতি করলতে জড়ো হয় আব্দুল হাই পুরকাইত ওরফে লাল্টু ও তাঁর গ্যাং। খবর পেয়ে স্টেশনের কাছে একটি অন্ধকার এলাকায় হানা দেয় জেলা পুলিসের স্পেশাল অপারেশন গ্রুপ আর বারুইপুর থানার পুলিস। পালাতে গিয়েও ধারা পরে যায় ৯ ডাকাত।

আরও পড়ুন : উচ্ছেদ অভিযান ঘিরে ধুন্ধুমার, তাণ্ডব বারুইপুর স্টেশনে

ধৃতদের থেকে উদ্ধার হয়েছে ৫টি ওয়ান শটার, ৯ রাউন্ড কার্তুজ এবং ৯টি মোবাইল। ধৃত আব্দুল হাই পুরকাইত অরফে লাল্টুর বিরুদ্ধে আগেও খুন, ডাকাতির বহু অভিযোগ আছে। পুলিসকে ধৃতরা জানিয়েছে, জয় নগর থেকে ডাকাতি করতে এসেছিল তাঁরা।

আরও পড়ুন : বার্নপুরে ক্যাটারিং ব্যবসায়ী খুনে নয়া মোড়, ব্যবহার হয়েছিল অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র

.