Basanti: পুজোর মুখে ভয়াবহ ভাঙন, নদীগর্ভে তলিয়ে গেল ২৯ বাড়ি
খোলা আকাশের নিচে আস্ত একটি গ্রাম।
নিজস্ব প্রতিবেদন: পুজোর মুখে ভয়াবহ ভাঙন। দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীতে নদী গর্ভে তলিয়ে গেল ২৯ বাড়ি। যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধারকাজ। ঘটনাস্থল থেকে মুখ্যমন্ত্রীকে ক্ষতিগ্রস্ত বাড়িগুলির ছবি পাঠালেন স্থানীয় বিধায়ক শ্যামল মণ্ডল।
জানা গিয়েছে, শুক্রবার ভোররাতে হোগল নদীর বাঁধ ভেঙে হু হু করে জল ঢুকতে শুরু করে বাসন্তীর রাধাবল্লভপুর গ্রামে। এক এক নদীগর্ভে তলিয়ে যায় ২৯টি বাড়ি। গ্রামের বেশিরভাগ মানুষই তখন ঘুমোচ্ছিলেন। বিপদের আঁচ পেয়ে কোনওমতে বাড়ি থেকে বেরিয়ে আসেন তাঁরা। ফলে প্রাণহানির ঘটনা ঘটেনি। তবে, নদীর প্রবল স্রোতে কার্যত খড়কুঠোর মতো ভেসে গিয়েছে সবকিছু। কোনও কিছু আর উদ্ধার করা সম্ভব হয়নি। খোলা আকাশে নিচে এসে দাঁড়িয়েছে গোটা গ্রাম।
আরও পড়ুন: Weather Today: তৃতীয়াতেও বৃষ্টির ভ্রূকুটি, বজ্রবিদ্যুৎ-সহ বর্ষণে ভাসতে চলেছে বাংলা
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন প্রশাসন আধিকারিকরা। রাধাবল্লভপুর গ্রামে যান বাসন্তীর বিধায়ক শ্যামল মণ্ডলও। যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয় উদ্ধার কাজ। স্থানীয় একটি রেসকিউ সেন্টারে গৃহহীনদের থাকা ও খাওয়ার ব্যবস্থা করা হচ্ছে। কেন এমন বিপর্যয়? প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন গ্রামবাসীরা। তাঁদের অভিযোগ, গত কয়েক দিন ধরে লাগাতার বৃষ্টির পর একাধিকবার বাঁধ মেরামতির জন্য আবেদন করা হয়েছিল। কিন্তু প্রশাসনের তরফে কোনও পদক্ষেপ করা হয়নি। দিন কয়েক আগেই অজয় নদের বাঁধ ভেঙে জল ঢুকেছিল বর্ধমানে বেশ কয়েকটি গ্রামে। একই পরিস্থিতি হয়েছিল মেদিনীপুর, হাওড়া ও হুগলিতেও।
(Zee 24 Ghanta App : দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)