পিছিয়ে গেল ঋতব্রতর আগাম জামিনের শুনানি
নিজস্ব প্রতিবেদন: পিছিয়ে গেল ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের আগাম জামিনের আবেদনের শুনানি। মঙ্গলবার বালুরঘাট আদালতে আবেদনের শুনানি হওয়ার কথা থাকলেও তদন্তকারী
আধিকারিক হাজির না থাকায় শেষ পর্যন্ত তা বাতিল হয়। চলতি মাসের শুরুতে বহিষ্কৃত সিপিআইএম সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ
দায়ের করেন নম্রতা দত্ত নামে এক তরুণী। বালুরঘাট থানায় অভিযোগ দায়ের করেন তিনি। এর পরই আগাম জামিন নিতে উদ্যোগী হন ঋতব্রত।
আদালত সূত্রের খবর, তদন্তকারী আধিকারিক হাজির না-থাকায় কেস ডায়েরি আদালতে জমা পড়েনি। যার ফলে ঋতব্রতর আগাম জামিনের আবেদনের শুনানি বাতিল করতে বাধ্য হয়েছেন
বিচারক। এই ঘটনার জন্য ক্ষোভ প্রকাশ করেছেন বিচারক সুদেব মৈত্র। পরের শুনানির দিন তদন্তকারী আধিকারিককে হাজির থাকতে নির্দেশ দিয়েছেন তিনি।
আরও পড়ুন - বারুইপুরে বৃদ্ধাকে কুপিয়ে খুন, সেপটিক ট্যাঙ্ক থেকে উদ্ধার মেয়ে
গত ১৮ অক্টোবর প্রথম আগাম জামিনের আবেদন করার চেষ্টা করেন ঋতব্রত। কিন্তু সেই সময় আদালতে পূজাবকাস চলায় ২৪ অক্টোবর আবেদন গৃহীত হয়। এদিন ঋতব্রতর হয়ে সওয়াল
করতে বালুরঘাটে হাজির হন আইনজীবী দেবায়ন মুখোপাধ্যায়, অনির্বাণ গুহঠাকুরতা, সমিতেশ চট্টোপাধ্যায় প্রমুখ। ফের ৩ নভেম্বর মামলার শুনানির দিন নির্ধারিত করেছেন বিচারক।