খেলতে খেলতে দোতলার বারান্দা থেকে পড়ে মৃত্যু শিশুর
নিজস্ব প্রতিনিধি: বারান্দায় রেলিং দেওয়াই ছিল। তাই প্রতিদিনের মতোই ছোট্ট সৌম্যজিত যখন বারান্দায় খেলতে ব্যস্ত, তার দিকে খুব একটা নজর দেননি পরিবারের সদস্যরা। আর সেটাই হল কাল! সকলের অলক্ষ্যেই খেলতে খেলতেই রেলিংয়ের ফাঁক দিয়ে গলে যায় এক রত্তি সৌম্যজিত। আর শেষ হয়ে যায় সব কিছু।
আরও পড়ুন: বারুইপুর হত্যাকাণ্ডে বৃদ্ধার জামাইকে জেরা করছে পুলিস
বাড়ির দোতলার বারান্দা থেকে পড়ে মৃত্যু হল দু'বছরের শিশু সৌম্যজিত ঘোষাল। মঙ্গলবার সকালে মর্মান্তিক এই ঘটনায় শোকস্তব্ধ জলপাইগুড়ির আদরপাড়া। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সৌম্যজিতকে দোতলার বারান্দাতে রেখেই মাঝেমধ্যে সংসারের কাজে ব্যস্ত থাকেন পরিবারের সদস্যরা। আজকেও তার ব্যতিক্রম হয়নি। কিছু খেলনাও দিয়ে দেওয়া হয় সৌম্যজিতের হাতে। অনুমান করা হচ্ছে, সেই খেলনা নিয়ে যখন মগ্ন ছিল, তখনই কোনওভাবে বারান্দার রেলিংয়ের ফাঁক দিয়ে পড়ে যায় সে। স্থানীয়রাই প্রথমে তাকে দেখতে পায়। সঙ্গেসঙ্গেই তাকে নিয়ে যাওয়া হয় জলপাইগুড়ি জেলা হাসপাতালে। অবস্থার অবনতি হওয়ায় নিয়ে যাওয়া হয় শিলিগুড়ি নার্সিংহোমে। অপারেশন করার সিদ্ধান্ত নেন চিকিত্সকরা। অপারেশন থিয়েটারেও ঢোকানো হয় তাকে। কিন্তু শেষ রক্ষা হয় না। অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যু হয় সৌম্যজিতের। ঘটনার আকস্মিকতায় বাকরুদ্ধ পরিবার। মাঝেমধ্যে জ্ঞান হারাচ্ছেন সৌম্যজিতের মা। পাড়ার এক রত্তি শিশুটির এই মর্মান্তিক পরিণতি মেনে নিতে পারছেন না কেউই।
আরও পড়ুন: দুর্গাপুর ইস্পাত কারখানায় দুর্ঘটনায় মৃত্যু ঠিকাশ্রমিকের