উপনির্বাচনে বাহিনী বিতর্ক, কমিশনকে চিঠি তৃণমূলের
জঙ্গলমহল থেকে বাহিনীর সরিয়ে উপনির্বাচনে কেন, এই মর্মে নির্বাচন কমিশনের দ্বারস্থ হবেন তাঁরা। করিমপুর, খড়গপুর সদর ও কালিয়াগঞ্জে ২৫ নভেম্বরেই উপনির্বাচন।
নিজস্ব প্রতিবেদন: সোমবারই রাজ্যে ৩ কেন্দ্রে উপনির্বাচন। আর এই ভোটেও সামনে এল বাহিনী বিতর্ক। জঙ্গলমহল থেকে সরিয়ে কেন ওই তিন কেন্দ্রে মোতায়েন করা হচ্ছে আধা সেনা প্রশ্ন তুলেছে তৃণমূল। এই সিদ্ধান্তে নির্বাচন কমিশনের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে বলেই মন্তব্য করেছেন তৃণমূল মহা সচিব পার্থ চট্টোপাধ্যায়।
ইতিমধ্যেই জানা গিয়েছে, কমিশনকে চিঠি দিয়ে দিচ্ছে ক্ষুব্ধ তৃণমূল। জঙ্গলমহল থেকে বাহিনীর সরিয়ে উপনির্বাচনে কেন, এই মর্মে নির্বাচন কমিশনের দ্বারস্থ হবেন তাঁরা। করিমপুর, খড়গপুর সদর ও কালিয়াগঞ্জে ২৫ নভেম্বরেই উপনির্বাচন। এদিন করিমপুরে ১০ কোম্পানি, খড়গপুর সদর ও কালিয়াগঞ্জে ৫ কোম্পানি করে আধাসেনা মোতায়েন করা হয়েছে। প্রসঙ্গত লোকসভা ভোটেও "বাহিনী দিয়ে ভোট করানো হয়েছে" বলে সরব হয়েছিল তৃণমূল।
আরও পড়ুন: রেশনকার্ড-আধার সংযোগ, কেন্দ্রের নয়া ই-পস ব্যবস্থা মানতে নারাজ রাজ্যের ডিলাররা