Covid হাসপাতালে ঢুকতে দিতে হবে! জলপাইগুড়িতে বিক্ষোভ রোগীর পরিজনদের

বিক্ষোভকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি স্বাস্থ্যকর্তাদের।

Updated By: May 30, 2021, 08:44 PM IST
Covid হাসপাতালে ঢুকতে দিতে হবে! জলপাইগুড়িতে বিক্ষোভ রোগীর পরিজনদের

নিজস্ব প্রতিবেদন: চলতি মাসে চারজন পালিয়ে গিয়েছেন। একজনকে আবার মৃত  অবস্থায় উদ্ধার করেছে পুলিস। কোভিড হাসপাতালে অব্যবস্থার অভিযোগ তুলে এবার বিক্ষোভে সামিল হলেন রোগী পরিজনেরা। তাঁদের দাবি, হাসপাতালে ভিতরে ঢুকে করোনা আক্রান্তদের দেখা করতে হবে। ঘটনাটি ঘটেছে জলপাইগুড়িতে। 

জলপাইগুড়ি শহরের একমাত্র কোভিড হাসপাতালটি বিশ্ববাংলার ক্রীড়াঙ্গণে চত্বরে। হাসপাতালে রোগীর সংখ্যা কম নয়। কিন্তু রাজ্যের অন্য প্রান্তের মতো এখানকার কোভিড হাসপাতালেও রোগীর পরিজনদের প্রবেশ নিষেধ। আর তাতেই ঘটল বিপত্তি।

আরও পড়ুন: করোনা মোকাবিলায় বিশেষ Team, রানিনগরে Safe Home চালু করলেন Soumik Hossain

এদিন দুপুরে কোভিড হাসপাতালে গেটের বাইরে জমায়েত আচমকাই বিক্ষোভ দেখাতে শুরু করেন রোগীর পরিজনেরা। তাঁদের অভিযোগ, হাসপাতালে নানারকম অব্যবস্থা চলছে। দেখা করতে দেওয়া তো দূর অস্ত, ভর্তি করার পর রোগীর শারীরিক অবস্থা সম্পর্কে কিছুই জানানো হচ্ছে না! ঘটনাকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। শেষপর্যন্ত পুলিস গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।   

আরও পড়ুন: 'চারটে খুন করেছি'! গোবরডাঙা থেকে গ্রেফতার বিহারের Gangster

এদিকে রোগীর পরিজনদের দিকেই পাল্টা অভিযোগের আঙুল তুলেছেন জলপাইগুড়ি জেলা স্বাস্থ্য আধিকারিক শঙ্করলাল ঘোষ। তাঁর দাবি, যাঁরা হাসপাতালে থেকে পালিয়ে যাচ্ছেন, তাঁদের বাড়ি লোকের উদ্দেশ্যপ্রণোদিতভাবে রোগীকে ভর্তি করিয়ে গন্ডগোল পাকানোর চেষ্টা করছেন। বাড়িতে আইসোলেশনে রেখেই চিকিত্‍সা করা যেত। এখন আবার অব্যবস্থার অভিযোগ হাসপাতালে বিক্ষোভ দেখাচ্ছেন। অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া উচিত।

(Zee 24 Ghanta App: দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.