সারাদিন ইউটিউব দেখায় বাবা-মার বকুনি, রাগে আত্মঘাতী রিজেন্টপার্কের দশম শ্রেণির ছাত্রী

এই বছরই মাধ্যমিক পরীক্ষা দেওয়ার কথা ছিল তাঁর। 

Reported By: অয়ন ঘোষাল | Updated By: Jan 21, 2020, 02:37 PM IST
সারাদিন ইউটিউব দেখায় বাবা-মার বকুনি, রাগে আত্মঘাতী রিজেন্টপার্কের দশম শ্রেণির ছাত্রী

নিজস্ব প্রতিবেদন: ফোনে ইউটিউব দেখা নিয়ে বকুনি দেওয়ায় আত্মঘাতী দশম শ্রেণির ছাত্রী। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে রিজেন্ট পার্ক থানা এলাকার আনন্দ পল্লিতে। মৃতার নাম দোলন দাস। এই বছরই মাধ্যমিক পরীক্ষা দেওয়ার কথা ছিল তাঁর। মায়ের সঙ্গে ওই এলাকায় থাকত কিশোরী। বাবা কর্মসূত্রে গুজরাটে থাকেন। 

আরও পড়ুন: অসমে নাম বাদ গোর্খাদের, CAA নিয়ে মুখ্যমন্ত্রীর কাছে উষ্মা 'ভীত' দার্জিলিংবাসীর

পরিবার সূত্রে খবর সামনে পরীক্ষা হওয়ার সত্বেও সারাদিন ইউটিউব দেখছিল মেয়ে। আর তাতেই বকা দেয় মা। খবর যায় বাবার কাছেও। দোলনকে ফোন করে বকা দেয় তাঁর বাবাও। এরপরেই  ৮.৩০ নাগাদ নিজের পড়ার ঘরে চলে যায় ছাত্রী। পাখার সঙ্গে ওড়না দিয়ে ঝুলে পড়ে দোলন। সোমবার রাতে ঘটনাটি চোখে পড়তেই তাঁকে বাঙুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই দোলনকে  মৃত ঘোষণা করা হয়েছে। 

আরও পড়ুন: দু-একদিনের মধ্যে বিধানসভায় আনা হবে CAA বিরোধী প্রস্তাব, ঘোষণা মুখ্যমন্ত্রীর

.