'সুপ্রিম' নির্দেশের পরেও বেপরোয়া, সল্টলেক-নিউটাউনে আতসবাজিসহ গ্রেফতার ৩

জানা গিয়েছে, বিধিনিষেধ না মেনেই বিধাননগর দক্ষিণ থানা ও নিউটাউন থানা এলাকায় বাজি বিক্রি চলছিল। 

Updated By: Nov 13, 2020, 02:47 PM IST
'সুপ্রিম' নির্দেশের পরেও বেপরোয়া, সল্টলেক-নিউটাউনে আতসবাজিসহ গ্রেফতার ৩
ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন: করোনা আবহে আদালতের নির্দেশে নিষিদ্ধ আতশবাজি। কাজেই কড়া নজরদারি চলছে রাজ্যজুড়ে। এবার নিউটাউন থানা ও বিধান নগর দক্ষিণ থানা এলাকায় পুলিসের তল্লাশিতে উদ্ধার প্রচুর পরিমাণে আতশবাজি। 

জানা গিয়েছে, বিধিনিষেধ না মেনেই বিধাননগর দক্ষিণ থানা ও নিউটাউন থানা এলাকায় বাজি বিক্রি চলছিল। সেই ঘটনায় গ্রেফতার তিনজনকে। দক্ষিণ থানা এলাকায় দুজন ও নিউটাউনে একজন। পুলিস সূত্রে খবর, দক্ষিণ থানা এলাকায় ২৫ কেজি ও নিউটাউন থানা আতশবাজি ১৮ কেজি বাজি উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুন:  আবাসনে ফাটছিল বাজি, আটকাতে গিয়ে বেধড়ক মার খেয়ে আহত ৭ পুলিস কর্মী

গতকাল গোপন সূত্রে খবর পেয়ে পুলিস হানা দেয় নিউটাউনের গৌরাঙ্গ নগর ও দক্ষিণ থানা এলাকার ছয় নাভি এলাকায়। দক্ষিণ থানা ছয়নাভিতে সোমনাথ দাস ও রাহুল মন্ডল নামে দু'জনকে গ্রেফতার করা হয়। ধৃতদের কাছ থেকে ২৫ কেজি শব্দবাজি-সহ বিভিন্ন ধরনের বাজি উদ্ধার করেছে পুলিস। অন্যদিকে নিউটাউন গৌরাঙ্গ নগরে ভ্যানের ওপর বাজি বিক্রি করা হচ্ছিল। সেখানে পুলিস হানা দিয়ে ১৮ কেজি বাজি উদ্ধার করে।

.