Rathyatra: জগন্নাথ-বলরাম-সুভদ্রা নন, এখানে মদন গোপাল জিউ চাপেন রথে

 ইতিহাস বলে বাঁকুড়ার বিষ্ণুপুরে প্রাচীন রথ উৎসব প্রায় ৩৫০ বেশি বছরের প্রাচীন।

Updated By: Jul 12, 2021, 10:38 AM IST
Rathyatra: জগন্নাথ-বলরাম-সুভদ্রা নন, এখানে মদন গোপাল জিউ চাপেন রথে

নিজস্ব প্রতিবেদন- করোনার দ্বিতীয় ঢেউয়ের জেরে গড়ালো না বিষ্ণুপুরে প্রাচীন ঐতিহ্যবাহী বড় রথের চাকা। আডম্বর ছাড়াই মাঙ্গলিক ক্রিয়াকর্মের মাধ্যমে ছোট রথকে টানা হলো ব্যারিকেড করে। ইতিহাস বলে বাঁকুড়ার বিষ্ণুপুরে প্রাচীন রথ উৎসব প্রায় ৩৫০ বেশি বছরের প্রাচীন। ১৬৬৫ খ্রীষ্টাব্দে বিষ্ণুপুরের মল্ল রাজা বীর মল্ল বিষ্ণুপুর শহরের মাধবগঞ্জে রানি শিরোমণি দেবীর ইচ্ছা অনুযায়ী পাথরের পাঁচ চূড়া মন্দির নির্মাণ করেন।

মন্দিরের বিগ্রহ রাধা মদন গোপাল জিউ। এই মন্দিরের অনুকরণেই তৈরি করা হয় পিতলের রথ। মল্লরাজাদের সময় থেকেই এই রথ উৎসবের সুচনা হয়। বর্তমানে এই উৎসব পরিচালনা করেন মাধবগঞ্জ ১১পাড়া রথ উৎসব কমিটি। মন্দিরের প্রধান বিগ্রহ রাধা মদন গোপালের বিগ্রহ কে বাদ্যযন্ত্র ও কীর্তনের মাধ্যমে নিয়ে আসা হয় রথে। রথের মধ্যে চলে পুজো অর্চনা ও আরতি । এরপর শুরু হয় রথের রশিতে টান দেওয়ার পর্ব। দূরদূরান্ত থেকে বহু মানুষ এসে উপস্থিত হন রথের দড়িতে টান দেওয়ার ও পুণ্যর্জনের জন্য।

আরও পড়ুন: Rathyatra: রথের রশিতে টান নয়, তবে চন্দননগরে হল পূজার্চনা

তবে করোনা দ্বিতীয় ঢেউয়ের কারণে সেই উৎসবের আমেজেও ছেদ পড়ল। মন্দির থেকে বিগ্রহ কীর্তন সহকারে নিয়ে আসা হয় রথে। সেখানে পুজো অর্চনা ও আরতি নানান মাঙ্গলিক ক্রিয়া কর্ম পালনের মধ্য দিয়ে পালন করা হল ঐতিহ্যের রথ উৎসব। বড় রথ টানা হলো না ব্যারিকেড করে ছোট রথ ঘোরালেন পূজারীরা। 

 

এই রথের বিশেষত্ব এখানকার রথে জগন্নাথ, বলরাম, সুভদ্রা সওয়ার হন না। রথে সওয়ার হন রাধা মদন মোহন জিউ। ব্যারিকেড দিয়ে মাঙ্গলিক ক্রিয়া কর্মের মাধ্যমে রথ উৎসব পালন করা হলেও ভক্তদের আবেগ ও উন্মাদনা কে আটকে রাখতে পরলো না রথ উৎসব কমিটি। সাতসকালেই ঐতিহ্যের রথ দেখতে উপচে পড়লো মানুষের ঢল। গতবছর রথের রশিতে টান দিতে পারেননি পুণ্যার্থীরা। এবারেও সেই সু্যোগ না পাওয়ায় মনের মধ্যে একটা আক্ষেপ রয়ে গেল লে জানালেন তাঁরা। রথের রশিতে টান দিতে না পারলেও রাধা মদন গোপাল জিউ কে দর্শন করতে চোখে পড়ল মানুষের আবেগ। 

.