Jalpaiguri: হার্নিয়া অপারেশন করাতে হাসপাতালে ভর্তি, সাত সকালেই বেড ফাঁকা করে পালাল বন্দি
Jalpaiguri: কর্তব্যরত দুজন জেল পুলিস পাহারার পাশাপাশি হাসপাতালে নিরাপত্তা কর্মী এবং অন্যান্য পুলিস কর্মীদের চোখে ধুলো দিয়ে চিকিৎসাধীন অবস্থায় কী করে বন্দি পালায় তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে
প্রদ্যুত্ দাস: জলপাইগুড়ি মেডিকেল কলেজে ও হাসপাতালে অধীন সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন বন্দি পালিয়ে যাওয়ার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল। হাসপাতালের বিছানা সাজানো-গোছানো রয়েছে কিন্তু বন্দি পালানোর ঘটনায় হাসপাতালে যথেষ্ট চাঞ্চল্য। নিরাপত্তা নিয়েও উঠল প্রশ্ন?
আরও পড়ুন-পঞ্জাব-হরিয়ানার চাষিদের খড় পোড়ানো নয়, দিল্লির নারকীয় দূষণের পেছনে রয়েছে এই কারণ
জলপাইগুড়ি কেন্দ্রীয় সংশোধনাগারের আলয় বিশ্বাস(৩৫) নামে ওই বন্দি মঙ্গলবার ভোর ৪টা নাগাদ জলপাইগুড়ি মেডিকেল ও কলেজে হাসপাতাল থেকে পালিয়ে যায়। তার বিরুদ্ধে পকসো আইনে মামলা চলছে। আলয় জলপাইগুড়ি জেলার শিলিগুড়ি লাগোয়া ভক্তিনগর থানা এলাকায় বাসিন্দা বলে জানা গেছে। মাস ছয়েক সে কেন্দ্রীয় সংশোধনাগারে ছিল। জলপাইগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতাল সুপার স্পেশালিটি হাসপাতালের মেল সার্জিক্যালে ভর্তি ছিলেন। হার্নিয়া অপারেশনের কারণে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
কর্তব্যরত দুজন জেল পুলিস পাহারার পাশাপাশি হাসপাতালে নিরাপত্তা কর্মী এবং অন্যান্য পুলিস কর্মীদের চোখে ধুলো দিয়ে চিকিৎসাধীন অবস্থায় কী করে বন্দি পালায় তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে বিভিন্ন মহলে। পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে। ইতিমধ্যে হাসপাতাল কর্তৃপক্ষের তরফে জলপাইগুড়ি কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বলে সূত্রের খবর। যদিও জেল সুপারের ঘটনার কথা স্বীকার করলেও ক্যামেরার সামনে কিছু বলতে চাননি।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)