জাল টেনে তুলতেই চমক, উঠে এল বিরল প্রজাতির কচ্ছপ

কচ্ছপটি খেজুরি বনদপ্তরে হাতে তুলে দেওয়া হয়েছে

Updated By: Jul 29, 2021, 10:35 PM IST
জাল টেনে তুলতেই চমক, উঠে এল বিরল প্রজাতির কচ্ছপ

নিজস্ব প্রতিবেদন: মাছ ধরার জন্য খালে জাল পেতেছিলেন খেজুরির কয়েকজন মত্সজীবী। সকালে জাল টেনে তুলতেই চোখ কপাল উঠল। জালে ধরা পড়েছে হলুদ রঙের কোনও প্রাণী। পাড়া প্রতিবেশীদের ডেকে এনে জাল টেনে তুলে বোঝা গেল, প্রাণীটি আসলে বিরল প্রজাতির হলুদ কচ্ছপ।

আরও পড়ুন-মিলল না জামিন, আপাতত আর্থার রোড জেলেই থাকতে হবে Raj Kundra-কে

খেজুরির তালপাটি খালে মৎস্যজীবীর জালে ওঠা বিরল প্রজাতির ওই কচ্ছপটি খেজুরি বনদপ্তরে হাতে তুলে দেওয়া হয়েছে। বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে পূর্ব মেদিনীপুর জেলায় প্বল বৃষ্টিপাত শুরু হয়েছে। জলমগ্ন হয়েছে জেলার বিভিন্ন এলাকায়। খেজুরির বিস্তীর্ণ এলাকাও জলমগ্ন।

আরও পড়ুন-India vs Sri Lanka 3rd T20I: কলম্বোয় Hasaranga ঝড়, ভারত গুটিয়ে গেল ৮১ রানে!

জল বাড়তেই তালপাটি উপকূল থানার খেজুরি গ্রামের সুবিমল বেরা নামে এক মৎস্যজীবী মাছ ধরার জন্য স্থানীয় একটি খালে জাল পেতেছিলেন। আর সেই জালেই ধরা পড়ল হলুদ রঙের বিরল প্রজাতির কচ্ছপ। সচরাচর এই ধরনের কচ্ছপ এলাকার মানুষ আগে কখনো দেখেননি। হলুদ কচ্ছপটির বিষয়ে বনদপ্তরকে জানালে বনদপ্তর কচ্ছপটি উদ্ধার করে। কচ্ছপটির ওজন প্রায় ৬০০ গ্রাম।

(Zee 24 Ghanta App : দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.