Rape : বাড়িতে নিয়ে দিনের পর দিন ধর্ষণ যুবকের, গর্ভবতী বিশেষ চাহিদা সম্পন্ন যুবতী

তরুণী  অন্তঃসত্ত্বা হতেই ঘটনার কথা সামনে আসে।

Updated By: Oct 22, 2021, 10:28 AM IST
Rape : বাড়িতে নিয়ে দিনের পর দিন ধর্ষণ যুবকের, গর্ভবতী বিশেষ চাহিদা সম্পন্ন যুবতী
প্রতীকী ছবি

নিজস্ব প্রতিবেদন : বিশেষ চাহিদা সম্পন্ন এক তরুণীকে ফুসলিয়ে নিজের বাড়িতে নিয়ে গিয়ে  দিনের পর দিন ধরে  ধর্ষণের অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। ধর্ষণের জেরে গর্ভবতী হয়ে পড়েছেন ওই তরুণী। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের মঙ্গলকোটের টালিপাড়ায়। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

জানা গিয়েছে, পেশায় ওষুধ ব্যবসায়ী অভিযুক্ত যুবক চুনী আনসারি এলাকারই বাসিন্দা। অভিযোগ, চুনী আনসারি দিনের পর দিন ধরে এক বিশেষ চাহিদা সম্পন্ন এক তরুণীকে ফুসলিয়ে নিজের বাড়িতে নিয়ে গিয়ে ধর্ষণ করে। এর জেরে অন্তঃসত্ত্বা হয়ে পড়েন ওই তরুণী। তাতেই ঘটনার কথা সামনে আসে। ওই তরুণীকে এরপর জিজ্ঞাসা করা হলে তিনি তাঁর ভাইকে সব কথা খুলে বলেন।

আরও পড়ুন, 'গর্ভবতী-ই নন', প্রসবের ঠিক আগে জানলেন মা, প্রশ্নের মুখে সরকারি সুস্বাস্থ্যকেন্দ্র

Hooghly : 'আমাকে ও আমার পরিবারকে দায়ী করবে, তাই যাচ্ছি,' প্রেমিক আত্মঘাতী হতেই আত্মঘাতী প্রেমিকা

এরপরই অভিযুক্ত চুনী আনসারির বিরুদ্ধে মঙ্গলকোট থানায় ধর্ষণের অভিযোগ দায়ের করেন নির্যাতিতার ভাই। যদিও ঘটনার কথা জানাজানি হতেই এলাকা থেকে চম্পট দিয়েছে অভিযুক্ত চুনী আনসারি। তার খোঁজে  তল্লাশি শুরু করেছে মঙ্গলকোট থানার পুলিস। অন্যদিকে, বৃহস্পতিবার  রাতেই নির্যাতিতা তরুণীর  ডাক্তারি পরীক্ষা করা হয়েছে।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.