"আগামী দিনে ডোমজুরের মানুষ খেলা দেখিয়ে দেবে", হুঙ্কার রাজীবের

" কী খেলা হবে? বিরোধীদের মেরে মাথা ভেঙে দেওয়া হবে? আর আজকে যাঁরা বলছেন যে অ্যান্টিবায়োটিক দিতে হবে, তা আরও মারাত্মক!" 

Updated By: Feb 17, 2021, 08:42 PM IST
"আগামী দিনে ডোমজুরের মানুষ খেলা দেখিয়ে দেবে", হুঙ্কার রাজীবের
নিজস্ব চিত্র

নিজস্ব প্রতিবেদন : "খেলা হবে কথাটার  মধ্যে একটা সন্ত্রাসের বাতাবরণ ছড়িয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। খেলা হবের মধ্যে দিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষের বার্তা ছড়িয়ে দেওয়া হচ্ছে।" এদিন হুগলির শ্রীরামপুরে এক সরস্বতী পুজোর মন্ডপে দাঁড়িয়ে একথা বললেন বিজেপি নেতা রাজীব ব্যানার্জি।

রাজীব ব্যানার্জি তোপ দাগেন, "রাজনীতিটা খেলার ব্যাপার নয়। রাজনীতি একটা সিরিয়াস ব্যাপার। আমরা মনে করি রাজনীতি হল মানুষের স্বার্থে মানুষের উন্নয়নের জন্য। খেলা হবে মানে কি রক্তের হোলি খেলার কথা বলছেন? মানুষের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে দেব না, এমন খেলা? যা আমরা বিগত পঞ্চায়েত ভোটে দেখেছিলাম। যেভাবে নির্বাচন হয়েছিল, সেটাকে নির্বাচন বলা যায় না। প্রহসন বলা যায়। খেলা হবে একটা মারাত্মক কথা! কী খেলা হবে? বিরোধীদের মেরে মাথা ভেঙে দেওয়া হবে? আর আজকে যাঁরা বলছেন যে অ্যান্টিবায়োটিক দিতে হবে, তা আরও মারাত্মক!" 

তিনি আরও বলেন, "২০১৬ সালে আমার জয় নিয়ে কেউ একটা কথা তুলতে পারেনি। আজকে তারা হেরে যাবে বলেই খেলা হবে বলতে হচ্ছে। এটা তাদের নৈতিক পরাজয়।" আক্ষেপ করেন, "তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসাবে সব থেকে বেশি ভোটে জেতাটা আমার কাছে কাল হয়েছিল। আমার জীবনে মানুষের আশীর্বাদটা তৃণমূলের কাছে অভিশাপ হয়েছিল। অনেক বাঁকা চোখে দেখেছে শীর্ষ নেতৃত্ব।"  

এরপরই চ্যালেঞ্জ ছুঁড়ে তাঁর হুঁশিয়ারি, "মানুষের রায়কে যারা খেলা বলছেন, আগামী দিনে তাঁদের ডোমজুরের মানুষ খেলা দেখিয়ে দেবে। তৃণমূল বুঝে গিয়েছে, তাদের পায়ের তলায় মাটি নেই। তাই গণতান্ত্রিক ভোটাধিকার লুট করে এরা ক্ষমতায় থাকতে চাইছে। সে সুযোগ এরা পাবে না। দেওয়াল লিখনেই স্পষ্ট যে পরিবর্তন আসছে।"

আরও পড়ুন, কংগ্রেসে মোশারফকে স্বাগত অধীরের, কটাক্ষ মিদ্দার পরিবারকে মুখ্যমন্ত্রীর চাকরির প্রতিশ্রুতিকে

.