ভোট পরবর্তী হিংসা, কাঁকিনাড়া স্টেশনে রেল অবরোধ

অফিস টাইমে শিয়ালদা-কৃষ্ণনগর মেইন লাইনে ট্রেন চলাচল ব্যাহত।

Updated By: May 20, 2019, 08:44 AM IST
ভোট পরবর্তী হিংসা, কাঁকিনাড়া স্টেশনে রেল অবরোধ

নিজস্ব প্রতিবেদন: ভোট পরবর্তী হিংসা। কাঁকিনাড়া স্টেশনে রেল অবরোধ। অফিস টাইমে শিয়ালদা-কৃষ্ণনগর মেইন লাইনে ট্রেন চলাচল ব্যাহত। ভোগান্তিতে নিত্যযাত্রীরা। 
ভোটের দিন বোমাবাজির প্রতিবাদে সকাল থেকেই কাঁকিনাড়া স্টেশনে রেললাইন অবরোধ করেন বিক্ষোভকারীরা। 

 

প্রসঙ্গত, ভোটের দিন ভাটপাড়া, শাসন, ইসলামপুর-সহ একাধিক এলাকায় বোমাবাজি হয়। ভোট চলাকালীন তৃণমূল-বিজেপির সংঘর্ষের জেরে ফের উত্তপ্ত হয়ে ওটে নস্করপাড়া। এদিন দুপুরে হঠাৎই বোমার আওয়াজে চাঞ্চল্য ছড়ায় এলাকায়।

ওয়াররুম থেকেই সারাদিন এলাকার ভোট পরিচালনা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

কুলারি, পূর্ব বারুইপুর-সহ বেশ কিছু এলাকায় অশান্তির সৃষ্টি হয়। দুই দলের বচসা গড়ায় হাতাহাতিতে, চলে মারধরও। ঘটনাস্থলে কোনও পুলিসবাহিনী না থাকায় পরিস্থিতি আরও অবনতি ঘটে। ঘটনায় গুরুতর আহত হয়েছে তৃণমূলের এক কর্মী।  

 

.