Raigunj: বিজেপি প্রধান হতেই ভোটাভুটির নথি-ই খেয়ে নিলেন তৃণমূল প্রার্থী!

রায়গঞ্জের কমলাবাড়ি-২ গ্রাম পঞ্চায়েতে মোট আসনসংখ্যা ১৭ জন। এরমধ্যে ৯টি আসনেই জেতে বিজেপি। ফলে সংখ্যাগরিষ্ঠ হিসেবে বোর্ড গঠনের দাবিদার বিজেপি-ই।

Updated By: Aug 10, 2023, 03:36 PM IST
Raigunj: বিজেপি প্রধান হতেই ভোটাভুটির নথি-ই খেয়ে নিলেন তৃণমূল প্রার্থী!

ভবানন্দ সিং: 'ব্যালটের' পর এবার 'জয়ের নথি' খেলেন জয়ী তৃণমূল প্রার্থী! ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুরের রায়গঞ্জে। রায়গঞ্জের কমলাবাড়ি-২ গ্রাম পঞ্চায়েতে বোর্ড গঠনকে কেন্দ্র করে এদিন উত্তেজনা ছড়ায়। বোর্ড গঠনে প্রধান হন বিজেপির জয়ী সদস্য। আর সেই সময়ই বোর্ড গঠন চলাকালীন পঞ্চায়েতের গুরুত্বপূর্ণ কাগজ তৃণমূল কংগ্রেসের জয়ী সদস্য ছিঁড়ে খেয়ে নেন বলে অভিযোগ বিজেপির। 

এই খবর পঞ্চায়েত দফতরের বাইরে পৌঁছতেই উত্তেজনা ছড়ায় এলাকায়।  পঞ্চায়েত অফিসের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন বিজেপির কর্মী সমর্থকরা। ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয় এলাকায়। রায়গঞ্জের কমলাবাড়ি-২ গ্রাম পঞ্চায়েতে মোট আসনসংখ্যা ১৭ জন। এরমধ্যে ৯টি আসনেই জেতে বিজেপি। ফলে সংখ্যাগরিষ্ঠ হিসেবে বোর্ড গঠনের দাবিদার বিজেপি-ই। এদিন ভোটাভুটিতে প্রধান হন বিজেপির জয়ী সদস্য-ই। এখন যখন বোর্ড গঠন প্রক্রিয়া চলছে, তখন আচমকা-ই পঞ্চায়েতের ভিতরে হইচই শুরু হয়ে যায়। গন্ডগোলের আওয়াজ আসে বাইরে। অভিযোগ, বোর্ড গঠনের সময় বিডিও যে কাগজে ভোটাভুটির ফলাফল লিখছিলেন, সেই 'জয়ের নথি' ছিঁড়ে খেয়ে নিয়েছেন তৃণমূলের জয়ী সদস্য। প্রসঙ্গত, গতকাল কালিয়াগঞ্জেও বোর্ড গঠনের সময় একইরকম ঘটনা ঘটেছিল। সেখানেও পঞ্চায়েতের কাগজ ছিঁড়ে ফেলা হয়।

উল্লেখ্য, পঞ্চায়েতে সিপিআইএম-এর জয় রুখতে ব্যালট পেপার খেয়ে নিয়েছিলেন তৃণমূল প্রার্থী। শেষপর্যন্ত জিতেও গিয়েছিলেন। আজবকাণ্ডটি ঘটেছিল উত্তর ২৪ পরগনার অশোকনগরে ভরকুণ্ডায় পঞ্চায়েতে। হার এড়াতে ব্যালট পেপার-ই খেয়ে ফেলেছিলেন তৃণমূল প্রার্থী মহাদেব মাটি। অশোকনগরের ভরকুণ্ডায় পঞ্চায়েতে ৩১ নম্বর বুথে গণনায় জিতেছিলেন সিপিএম প্রার্থী রবীন্দ্রনাথ মজুমদার। ব্যবধান ছিল ৪ ভোটের। কিন্তু অভিযোগ, তারপরই গণনাকেন্দ্রের ভিতরে ঢুকে সিপিআইএম প্রার্থীর ব্য়ালট পেপার ছিঁড়ে দেন তৃণমূল প্রার্থী মহাদেব মাটি। এমনকি, অর্ধেক ব্যালট পেপার খেয়েও ফেলেন! এরপরই ৪৪ ভোটে জয়ী ঘোষণা করা হয়েছিল শাসকদলের প্রার্থীকে। যদিও শেষমেশ সেই অশোকনগরে ফের ভোট নেওয়া হয়। 

আরও পড়ুন, কেন্দ্রে বিরোধিতা আর বাংলায় ফের পঞ্চায়েত বোর্ড গঠন রাম-বাম জোটের!

Nadia: শিবির বদলে ঘাসফুল থেকে পদ্মে, মন্ত্রীর খাসতালুকেই রাম-বাম জোটের পঞ্চায়েতে বোর্ড গঠন!

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.