আতঙ্ক ছড়াতে অসুস্থতায় মৃত্যুকে NRC-তে মৃত্যু বলে চালানো হচ্ছে: রাহুল সিনহা

তৃণমূলের পথে নেমে NRC বিরোধী প্রচারে জনমানসে ধারণা ছড়িয়েছে, বিধানসভা ভোটে যে তৃণমূল হারতে চলেছে তা বুঝতে পেরেছে তৃণমূলও। 

Updated By: Sep 24, 2019, 08:38 PM IST
আতঙ্ক ছড়াতে অসুস্থতায় মৃত্যুকে NRC-তে মৃত্যু বলে চালানো হচ্ছে: রাহুল সিনহা

নিজস্ব প্রতিবেদন: রাজ্যজুড়ে NRC গুজবের জেরে মৃত্যুর খবর অস্বীকার করলেন বিজেপি নেতা রাহুল সিনহা। মঙ্গলবার জ়ি ২৪ ঘণ্টাকে এক একান্ত সাক্ষাৎকারে তিনি বলেন, 'যে যেখানে মারা যাচ্ছে সব চালানো হচ্ছে NRC-র নামে।'

 

NRC গুজবে রাজ্যজুড়ে একের পর এক মৃত্যু ও আত্মহত্যার ঘটনা ঘটছে বলে দাবি সিপিএম, কংগ্রেস ও তৃণমূলের। এমনকী নিহতদের পরিবারের সঙ্গে দেখাও করতে গিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতো তৃণমূল নেতা। কিন্তু মৃত্যুর কারণ হিসাবে NRC গুজবকে মানতে নারাজ রাহুলবাবু। তিনি বলেন, 'NRC নিয়ে আতঙ্ক তৈরির চেষ্টা করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।  পারিবারিক কারণে বা অসুস্থতায় কেউ মারা গেলে তা NRC-তে মৃত্যু বলে চালানো হচ্ছে। এর কোনও ভিত্তি নেই।'

রাজনৈতিক মহলের মতে, NRC-র প্রতিবাদে তৃণমূল পথে নামায় প্রমাদ গুনেছে জনতা। ২০২১-এর নির্বাচনে তৃণমূল জেতার ব্যাপারে আত্মবিশ্বাসী হলে NRC হওয়ার প্রশ্ন নেই। শুধুমাত্র বিজেপি ক্ষমতায় এলেই NRC হতে পারে এরাজ্যে। তাই তৃণমূলের পথে নেমে NRC বিরোধী প্রচারে জনমানসে ধারণা ছড়িয়েছে, বিধানসভা ভোটে যে তৃণমূল হারতে চলেছে তা বুঝতে পেরেছে তৃণমূলও। 

.