বিবাহ বহির্ভূত সম্পর্ক মানেনি পরিবার, রেল লাইনে আত্মঘাতী যুগল
বছর তিনেক আগে মইগ্রামের যুবক প্রসেনজিৎ দাসের সঙ্গে বিয়ে হয় সুজাতার। বেশ কয়েকমাস ধরে গৃহবধূ সুজাতার সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্ক গড়ে ওঠে প্রতিবেশী যুবক প্রভাসের। দমদমের সিঁথি মোড়ে একটি গয়নার দোকানে কাজ করতেন প্রভাস।
নিজস্ব প্রতিবেদন: বিবাহবহির্ভূত সম্পর্ক পরিবার না-মানায় আত্মঘাতী হল যুগলে। ঘটনাটি পূর্ব বর্ধমানের শক্তিগড়ের। বৃহস্পতিবার দু'জনে ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন। আত্মঘাতী যুগলের নাম প্রভাস দাস(২২) ও সুজাতা দাস(২২)। বাড়ি হুগলির আরামবাগের মইগ্রামে।
চিকিত্সকের অপসারণের দাবিতে বিক্ষোভে সামিল চা-শ্রমিকরা
বছর তিনেক আগে মইগ্রামের যুবক প্রসেনজিৎ দাসের সঙ্গে বিয়ে হয় সুজাতার। বেশ কয়েকমাস ধরে গৃহবধূ সুজাতার সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্ক গড়ে ওঠে প্রতিবেশী যুবক প্রভাসের। দমদমের সিঁথি মোড়ে একটি গয়নার দোকানে কাজ করতেন প্রভাস। ১৮ জুন থেকে খোঁজ মিলছিল না যুগলের। পরের দিন সুজাতার বাপেরবাড়ির পক্ষ থেকে আরামবাগ থানায় নিখোঁজ ডায়েরি দায়ের করা হয়। বৃহস্পতিবার সকালে মেলে তাঁদের দেহ। বর্ধমান জিআরপি মৃতদেহ দু'টি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বর্ধমান পুলিশ মর্গে পাঠিয়েছে।