যাত্রীবোঝাই বাসে পাথরবৃষ্টি, ইসলামপুরে তীর ধনুক হাতে পুলিসের সঙ্গে ধস্তাধস্তি অবরোধকারীদের
তীর-ধনুক হাতে নিয়ে রাস্তায় অবরোধ শুরু করেন বিজেপি কর্মী সমর্থকরা।
নিজস্ব প্রতিবেদন: যেখান থেকে অশান্তির সূত্রপাত, বনধের দিনে সেই ইসলামপুরও শান্ত রইল না। বুধবার সকালে ইসলামপুরের ৩১ নম্বর জাতীয় সড়কের ওপর যাত্রীবোঝাই বাসে ভাঙচুর চালায় অবরোধকারীরা। যাত্রীরা বুদ্ধগয়া থেকে শিলিগুড়ি যাচ্ছিলেন। ভোরবেলায় বৌদ্ধ সন্ন্যাসীদের চোখ বুজে এসেছিল। অভিযোগ, চলন্ত অবস্থাতেই বাসের জানলায় একের পর এক পাথর এসে পড়তে থাকে। আতঙ্কিত হয়ে পড়েন তাঁরা। তবে ইটের আঘাতে আহত হননি কেউ। বাসটি ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
আরও পড়ুন: শিয়ালদা শাখার এই স্টেশনে রেল অবরোধ ঘিরে ধুন্ধুমারকাণ্ড, দেখুন সেই দৃশ্য
অন্যদিকে, ইসলামপুরের শ্রীকৃষ্ণপুরে উত্তেজনা ছড়ায় সকাল থেকেই। তীর-ধনুক হাতে নিয়ে রাস্তায় অবরোধ শুরু করেন বিজেপি কর্মী সমর্থকরা। পুলিস গিয়ে অবরোধ হঠাতে গেলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পুলিসের সঙ্গে কার্যত ধস্তাধস্তি জড়িয়ে পড়েন বিজেপি কর্মী সমর্থকরা। বেশ কিছুক্ষণ চলে অশান্তি।
দেখুন সেই ছবি
আরও পড়ুন: পুলিস লাঠি উঁচু করতেই পালালেন অবরোধকারীরা! দেখুন সেই দৃশ্য