Howrah Violence: গণ্ডগোলের জেরে হাওড়ায় পুলিস কমিশনার বদল, নয়া দায়িত্বে প্রবীণ ত্রিপাঠী
হাওড়ার বিদায়ী পুলিস কমিশনার সি সুধাকরকে কলকাতা পুলিসের জয়েন্ট সিপি করা হয়েছে। হাওড়া গ্রামীণ পুলিস জেলার বিদায়ী সুপার সৌম রায়কে কলকাতা পুলিসের ডিসি করা হয়েছে।
সঞ্জয় ভদ্র: গণ্ডগোলের জেরে হাওড়ার পুলিস কমিশনার বদল। স্বরাষ্ট্র দফতর সূত্রে খবর, হাওড়ার নয়া পুলিস কমিশনার হচ্ছেন প্রবীণ ত্রিপাঠী। হাওড়া গ্রামীণ পুলিস জেলার নয়া সুপার হচ্ছেন স্বাতী ভাঙ্গালিয়া। শনিবার সন্ধের মধ্যেই তাঁদের কাজ শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে।
হাওড়ার বিদায়ী পুলিস কমিশনার সি সুধাকরকে কলকাতা পুলিসের জয়েন্ট সিপি করা হয়েছে। হাওড়া গ্রামীণ পুলিস জেলার বিদায়ী সুপার সৌম রায়কে কলকাতা পুলিসের ডিসি করা হয়েছে। শনিবার সকালে পাঁচলায় একটা দলের বিরুদ্ধে হামলা চালানোর অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, একাধিক বাড়ি, দোকানে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। কোনও কারণ ছাড়াই ভাঙচুর করা হয়েছে। বোমাবাজিরও অভিযোগ উঠেছে। ভয়ে এলাকা ছাড়া বাসিন্দারা। শুক্রবারও একই ভাবে উত্তপ্ত হয়ে উঠেছিল পাঁচলা। কোনও প্ররোচনা ছাড়াই তাণ্ডব চালানোর অভিযোগ উঠেছিল একাংশের বিরুদ্ধে।
প্রসঙ্গত, মহম্মদ পয়গম্বর নিয়ে বিজেপি নেত্রী নূপুর শর্মার বিতর্কিত মন্তব্য। বৃহস্পতিবার সকালে প্রথমে অঙ্কুরহাটিতে অবরোধ করা হয়। এরপর তা বাড়তে থাকে। সন্ধের মধ্যে ১০৬ নম্বর জাতীয় সড়ক এবং কোনা এক্সপ্রেসওয়ে কার্যত অবরুদ্ধ হয়ে যায়। এরপর শুক্রবার সকালে থেকেই উত্তপ্ত হয়ে যায় পার্কসার্কাস, উলুবেড়িয়া, পোর্টের কাচ্চি সড়ক রোড। সেভেন পয়েন্টে জমায়েতের জেরে সংলগ্ন রাস্তায় যানজটের সৃষ্টি হয়। বিক্ষোভকে কেন্দ্র করে বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি হয়। বোমাবাজির অভিযোগও ওঠে। একাধিক স্টেশনে ট্রেনও দীর্ঘক্ষণ ট্রেন আটকে থাকে। শনিবারও পরিস্থিতির কোনও বদল ঘটেনি।