সরানো হল স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা প্রদীপ মিত্রকে, পুরনো পদে ফিরলেন দেবাশিস

প্রদীপ মিত্রকে সরিয়ে অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ পদ অফিসার অন স্পেশ্যাল ডিউটি (রিসার্চ)-এ পাঠানো হয়েছে। 

Updated By: Jul 18, 2019, 09:30 PM IST
সরানো হল স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা প্রদীপ মিত্রকে, পুরনো পদে ফিরলেন দেবাশিস

নিজস্ব প্রতিবেদন: স্বাস্থ্য ভবনের শীর্ষপদে রদবদল। সরিয়ে দেওয়া হল স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা প্রদীপ মিত্রকে। বদলে ওই পদে এলেন দেবাশিস ভট্টাচার্য। গত বছর তাঁকে সরিয়েই প্রদীপবাবুকে বসানো হয়েছিল স্বাস্থ্য শিক্ষা অধিকর্তার পদে। 

বৃহস্পতিবার নবান্ন থেকে জারি এক নির্দেশিকায় সরিয়ে দেওয়া হয় প্রদীপ মিত্রকে। গত বছর ২৫ জুলাই এই পদে বসেছিলেন তিনি। বছর ঘুরতে না-ঘুরতেই সরতে হল তাঁকে। স্বাস্থ্য দফতর দেখেন স্বয়ং মুখ্যমন্ত্রী। নবান্ন সূত্রের খবর, এনআরএস কাণ্ডের সময় প্রদীপবাবুর চিকিৎসকদের বিক্ষোভ প্রশমণের চেষ্টা করেননি। তাঁর নির্লিপ্ততায় বিক্ষোভ দীর্ঘায়িত হয়। সেই জটিলতায় জবনিকা পড়তেই SSKM-এ ভর্তি হন প্রদীপবাবু। বাইপাস সার্জারি হয় তাঁর। সব মিলিয়ে আপাতত তাঁকে সরিয়ে দেওয়া উচিত বলেই সাব্যস্ত করে স্বাস্থ্য দফতর। 

TikTok-এ সাম্প্রদায়িক প্ররোচনামূলক ভিডিয়ো পোস্ট করে গ্রেফতার অভিনেতা এজাজ খান

প্রদীপ মিত্রকে সরিয়ে অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ পদ অফিসার অন স্পেশ্যাল ডিউটি (রিসার্চ)-এ পাঠানো হয়েছে। 

গত বছর কলকাতা মেডিক্যাল কলেজে ছাত্রদের অনশনকে কেন্দ্র করে বিড়ম্বনায় পড়েছিল সরকার। তার পরই সরানো হয়েছিল দেবাশিস ভট্টাচার্যকে। ফের সেই পদে ফিরলেন তিনি

Tags:
.